হোম > সারা দেশ > ঢাকা

আমার দেশ প্রতিনিধি আকরাম হোসেনকে হুমকি, থানায় জিডি

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

সংবাদ প্রকাশের জেরে আমার দেশ প্রতিনিধি সাংবাদিক আকরাম হোসেনকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে তিনি মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, ভুক্তভোগী সাংবাদিক মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী সদস্য ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক। তিনি দৈনিক আমার দেশ-এর মানিকগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

জিডিতে উল্লেখ করা হয়, গত ১৪ জানুয়ারি রাত আনুমানিক ৮টা ১৯ মিনিটে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে একটি বিদেশি নম্বর থেকে কল আসে। কলদাতা নিজেকে পরিচয় না দিয়ে সংবাদ প্রকাশ ও নিউজের ক্যাপশন নিয়ে আপত্তিকর ভাষায় কথা বলেন এবং নানা ধরনের হুমকি প্রদান করেন।

এক পর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তি বেশি বাড়াবাড়ি করলে ভুক্তভোগী সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের ক্ষয়ক্ষতি করার হুমকি দেন। এছাড়াও মানিকগঞ্জ-৩ আসনের এক এমপি প্রার্থীর নাম উল্লেখ করে বলেন— “তোর যেকোনো ধরনের ক্ষতি হলে তোর ঐ এমপি প্রার্থীও কিছুই করতে পারবে না।”

ভুক্তভোগী সাংবাদিক কলদাতার পরিচয় জানতে চাইলে তিনি পরিচয় না দিয়েই ফোন কেটে দেন। ঘটনার পর থেকে সাংবাদিক ও তার পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তিনি মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

এ ব্যপারে মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। অবশ্যই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল ব্যাংকিং ডিএসআরের কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনতাই

ফরিদপুরে ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁদাবাজির মামলায় যুবদল কর্মী গ্রেপ্তার

নিরাপত্তা শঙ্কায় এনসিপি প্রার্থীর জিডি

এনসিপি প্রার্থীর ওপর হামলা, গ্রেপ্তার ১

আড়াইহাজারে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

শিবচরে কে হত্যা করল অন্ধের স্ত্রীকে?

ধান গবেষণা ইনস্টিটিউটে ব্রির গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

শরীয়তপুরে দুই শতাব্দীর ঐতিহ্যবাহী জোড় মাছের মেলা

মেডিকেলে ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত পেলেন তারেক রহমানের শুভেচ্ছা