হোম > সারা দেশ > ঢাকা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

ছবি: আমার দেশ।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তৌহিদুল বিশ্বাস (৪০) নামের এক ইউপি সদস্য ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ওই দিন বিকেলেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত তৌহিদুল বিশ্বাস বর্ণি গ্রামের তৈয়ব বিশ্বাসের ছেলে ও বর্ণি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং একই ওয়ার্ড যুবলীগের সভাপতি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজার এলাকায় মশাল মিছিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টির ঘটনায় তৌহিদুল বিশ্বাসের সংশ্লিষ্টতা পাওয়া যায়। তদন্তের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও বলেন, রোববার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গত বছরের ১৭ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা এবং শেখ হাসিনাসহ বিভিন্ন নেতাকর্মীর নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে ডাকা হরতালের সমর্থনে ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে একটি মশাল মিছিল বের করা হয়। এ সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই মিছিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন বলে অভিযোগ ওঠে।

পরদিন এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী। মামলায় ৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

বোয়ালমারীতে ১৫ লাখ টাকার ভেজাল খাদ্য জব্দ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে মহিলা দলের বহিষ্কৃত নেত্রী পলি

ফতুল্লা থেকে দুর্ধর্ষ ডাকাত সাব্বির অস্ত্রসহ গ্রেপ্তার

আলফাডাঙ্গায় ১২০ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

জামায়াত প্রার্থীর সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করলেন মেজর আখতারের ছেলে

রাতের আঁধারে ৪ শতাধিক কলার কাঁদি কাটল দুর্বৃত্তরা

শ্রীপুরে মেডিকেল শিক্ষার্থীদের বাস দুর্ঘটনায় আহত ১০

শাশুড়ি হত্যার ২০ বছর পর জামাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের চাপায় নিহত ৫

কাশিয়ানীতে বিদ্যুৎস্পর্শে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু