হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা

স্টাফ রিপোর্টার, টঙ্গী

গাজীপুরের টঙ্গীতে হক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানের এক কারখানায় গোলাম রাব্বি (১৮) নামে শ্রমিককে হত্যা

গাজীপুরের টঙ্গীতে হক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানের এক কারখানায় শ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

‎শনিবার দুপুরে টঙ্গীর হিমারদীঘী এলাকার হক বিস্কুট কারখানায় এ ঘটনা ঘটে।

‎নিহত ওই শ্রমিকের নাম গোলাম রাব্বি (১৮)। তিনি নেত্রকোনা জেলার আটপাড়া থানার কমলা গ্রামের মামুন মিয়ার ছেলে। রাব্বি কারখানাটিতে একজন শ্রমিক হিসেবে কাজ করতেন।‎

ঘটনার পর আহত শ্রমিককে উদ্ধার করে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসারত অবস্থায় রোববার রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।

‎এ ঘটনায় পুলিশ নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার গয়পুর গ্রামের সবুজ মিয়ার ছেলে রবিন মিয়া (১৮) নামে অপর এক শ্রমিককে গ্রেপ্তার করেছে।

‎‎পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

‎এ ঘটনায় মৃত গোলাম রাব্বির বাবা মামুন মিয়া রোববার দুপুরে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

‎কারখানার শ্রমিকরা জানায়, রোববার দুপুরে কারখানায় অন্যান্য শ্রমিকদের সাথে কাজ করছিলেন রাব্বি। এ সময় তার শরিরে আটা ও চিনি লেগে থাকায় কারখানার ভেতরে থাকা কম্প্রেসার মেশিন চালু করে বাতাস দিয়ে শরীর পরিষ্কার করার চেষ্টা করেন অন্যান্য শ্রমিকরা। এ সময় রবিন কম্প্রেসার মেশিনের পাইপ রাব্বির পায়ুপথে প্রবেশ করিয়ে বাতাস ঢুকিয়ে দেয়। এতে রাব্বি আহত হয়ে পড়লে কারখানার অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাব্বিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

‎মৃত্যুর বিষয়টি জানতে পেরে রোববার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠায়।

‎এ ব্যাপারে হক ফুড কারখানার মানবসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ইশান মুঠোফোনে বলেন, শনিবার দুপুরে কারখানায় কয়েকজন শ্রমিক ময়দা ও চিনির বস্তা খুলছিলেন। রাব্বির গায়ে ময়লা থাকায় কম্প্রেসার মেশিন চালু করে শরীরে হাওয়া দিতে থাকে। এসময় এক শ্রমিক রবিন অপর শ্রমিক রাব্বির পায়ুপথে বাতাস ঢুকিয়ে রাব্বিকে আহত করে। কারখানা অন্যান্য শ্রমিকরা রবিনকে আটক করে পুলিশে দিয়েছে।

‎এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, এ ঘটনা একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামায়াত প্রার্থীর বাসায় তালা সমর্থকদের

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

তারেক রহমানের জনসভা প্রস্তুতি নিয়ে বিএনপির মতবিনিময়

মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির দায়িত্বে জাহিদ-হৃদয়

খাল দখল করে বিএনপি নেতার ট্যাক্সি স্ট্যান্ডের উদ্যোগ

জবাবদিহির অভাবে দেশে সংকট কমেনি: শরীয়তপুরে রিজভী

র‍্যাবের ডিএডি মোতালেবের কুমিল্লার বাড়িতে মাতম

রায়পুরায় স মিলের ভেতর থেকে পলাতক শীর্ষ সন্ত্রাসীর লাশ উদ্ধার

রঙিন কপি চাষে সফলতা

বিএনপি প্রার্থী টুকুর সমর্থকদের উপর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের হামলা, আহত ২