নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাসুমাবাদ জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন হাফেজ মহিউদ্দিন (৫০) সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বুধবার ফজরের নামাজ আদায় করে রিয়াদের জাদিধ সানায়া এলাকায় রাস্তা পারাপারের সময় তাকে গাড়ি চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় হাফেজ মহিউদ্দিনকে রিয়াদের রাবেয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আলিপুর গ্রামের মাওলানা নুরুদ্দিনের ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, মাসুমাবাদ এলাকার মসজিদের মুয়াজ্জিন হাফেজ মহিউদ্দিন ভাগ্যের চাকা ঘোরাতে এক বছর আগে সৌদি আরবে পাড়ি জমায়। রিয়াদের জাদিধ সানায়া এলাকার একটি দোকানের কর্মচারী হিসেবে চাকরি নেন তিনি।
নিহতের স্ত্রী বাছিরা খাতুন বলেন, হাফেজ মহিউদ্দিনের মরদেহ দেশে নিয়ে আসার মত আর্থিক সামর্থ্য তাদের নেই। তার এক ছেলে ও দুই মেয়ে নিয়ে অভাব-অনটনের মধ্যে সংসার চলছে। এ ব্যাপারে বাংলাদেশ সরকার ও বিত্তবানদের কাছে বাছিরা খাতুন সহযোগিতা চেয়েছেন।