ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা হিসাবরক্ষণ অফিসের সাবেক হিসাবরক্ষক আবুল ফজল মোহাম্মদ নাছির উদ্দিনকে দুর্নীতির মামলায় ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে ফরিদপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল জজ মো. শরীফ উদ্দীনের আদালত এই রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিদর্শক মো. শামীম।
দুদকের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, ২০১৬–১৭ থেকে ২০২০–২১ অর্থবছরের মধ্যে ভাঙ্গা উপজেলা হিসাবরক্ষণ অফিসে কর্মরত অবস্থায় নাছির উদ্দিন দুর্নীতির মাধ্যমে সরকারি ৪১ লাখ ২৫ হাজার ৯২১ টাকা আত্মসাৎ করেন।
তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত পৃথক দু’টি ধারায় তাকে তিন বছর করে মোট ছয় বছরের কারাদণ্ড এবং দু’লাখ টাকা জরিমানা করেন।
অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে। রায় ঘোষণার পর আদালতের নির্দেশে নাছির উদ্দিনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বাদী দুদকের ফরিদপুর কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম, আর মামলাটির তদন্ত করেন দুদকের সহকারী পরিচালক সরদার আবুল বাসার।
স্থানীয় সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত নাছির উদ্দিন ফরিদপুর শহরের ঝিলটুলি মহল্লার আব্দুল করিম মিয়া সড়কে সপরিবারে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামে। তিনি শেখপুরা গ্রামের মৃত আমিন উদ্দিন আহমেদের ছেলে।
এ ছাড়াও, নাছির উদ্দিন ও তার ছোট ভাই শেখপুরা গ্রামের সিরাজুল ইসলাম হত্যা মামলার আসামি বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।