দিনাজপুরের নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর রেজাউল ইসলাম। থানা কর্মপরিষদ সদস্য আকরাম হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন ইউনিয়নের আমিরগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শহীদ ওসমান হাদির জীবন ও ইসলামী আন্দোলনে তার অবদানের কথা স্মরণ করেন। আলোচনা শেষে মাওলানা রহমাতুল্লাহ আজাদীর পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। সভা শেষে তবারক বিতরণ করা হয়।