হোম > সারা দেশ > ঢাকা

গোয়ালন্দে উৎসবমুখর পরিবেশে ‘ঐতিহ্যবাহী লাঠি খেলা’ অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সি বাজার আশ্রয়ন কেন্দ্র মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী লাঠি খেলা।

রোববার (৯ নভেম্বর) বিকেলে মো. হামেদ মৃধা ও গ্রামবাসীর আয়োজনে, মো. জামাল মুন্সি, মো. হান্নান মোল্লা ও হেলাল মোল্লার সার্বিক সহযোগিতায় প্রয়াত কাদের মৃধার স্মরণে এই লাঠি খেলার আয়োজন করা হয়।

বাদ্যযন্ত্রের তালে তালে লাঠিয়ালরা মাঠে প্রবেশ করেন। প্রতিপক্ষের আঘাত থেকে নিজেকে রক্ষা করে পাল্টা আঘাতের চেষ্টায় মেতে ওঠেন খেলোয়াড়রা। দর্শকদের করতালি ও উল্লাসে মুখরিত হয়ে ওঠে মাঠের চারপাশ। আনন্দ আর উৎসবমুখর পরিবেশে চলে গ্রামের এই ঐতিহ্যবাহী লাঠি খেলা।

Rajbari

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং রাজবাড়ী-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইসমাইল হোসেন মোল্লার সভাপতিত্বে এবং ইদ্রিস মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আল রেজা, যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান, পৌর যুবদলের মো. দেলোয়ার হোসেন মোল্লা প্রমুখ।

গ্রামীণ ঐতিহ্যের পুনরুজ্জীবনে এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের কাছে গ্রামবাংলার সংস্কৃতিকে তুলে ধরতে ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।

মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বাসে রহস্যজনক আগুন

ফরিদগঞ্জে যৌথ অভিযানে মাদকসহ ব্যবসায়ী আটক

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পৃথক মামলায় আসামি ২২৫

সাভারে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন

র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণমিছিল

নরসিংদীতে পদোন্নতি বঞ্চিত শিক্ষা ক্যাডারদের মানববন্ধন

সিংগাইরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

হত্যার পর স্বামীর লাশ নিয়ে হাসপাতালে স্ত্রী