রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সি বাজার আশ্রয়ন কেন্দ্র মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী লাঠি খেলা।
রোববার (৯ নভেম্বর) বিকেলে মো. হামেদ মৃধা ও গ্রামবাসীর আয়োজনে, মো. জামাল মুন্সি, মো. হান্নান মোল্লা ও হেলাল মোল্লার সার্বিক সহযোগিতায় প্রয়াত কাদের মৃধার স্মরণে এই লাঠি খেলার আয়োজন করা হয়।
বাদ্যযন্ত্রের তালে তালে লাঠিয়ালরা মাঠে প্রবেশ করেন। প্রতিপক্ষের আঘাত থেকে নিজেকে রক্ষা করে পাল্টা আঘাতের চেষ্টায় মেতে ওঠেন খেলোয়াড়রা। দর্শকদের করতালি ও উল্লাসে মুখরিত হয়ে ওঠে মাঠের চারপাশ। আনন্দ আর উৎসবমুখর পরিবেশে চলে গ্রামের এই ঐতিহ্যবাহী লাঠি খেলা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং রাজবাড়ী-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইসমাইল হোসেন মোল্লার সভাপতিত্বে এবং ইদ্রিস মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আল রেজা, যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান, পৌর যুবদলের মো. দেলোয়ার হোসেন মোল্লা প্রমুখ।
গ্রামীণ ঐতিহ্যের পুনরুজ্জীবনে এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের কাছে গ্রামবাংলার সংস্কৃতিকে তুলে ধরতে ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।