হোম > সারা দেশ > ঢাকা

ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি যোগ দিলেন জামায়াতে

জেলা প্রতিনিধি, নরসিংদী

ইসলামী আন্দোলন বাংলাদেশের নরসিংদী জেলার সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। আরও ৩০০ নেতাকর্মী আগামী সোমবার যোগদানের অপেক্ষায় রয়েছেন। সেদিন তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন বলে জানানো হয়েছে।

নির্বাচনি ১১ দলীয় জোটে ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াতসহ অন্যান্য দলের টানাপড়েন এবং দলের প্রতি মনঃক্ষুণ্ণ হওয়া থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে যোগদান করা সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান।

এ উপলক্ষে জেলা জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে বরণ করে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্প্রতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজের বেরিফায়েড ফেসবুক ওয়ালে বরণের ছবি পোস্ট করেছেন নরসিংদী জেলা পেশাজীবী ফোরামের সভাপতি ও নরসিংদী-১ (সদর) আসনের জামায়াতের প্রার্থী মো. ইব্রাহিম ভূইয়া।

যোগদান অনুষ্ঠানে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মকবুল হোসেনেএবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলামসহ নেতারা উপস্থিত ছিলেন।

নরসিংদী-১ (সদর) আসনের জামায়াতের প্রার্থী ইব্রাহীম ভূইয়া বলেন, ‘হামিদুর রহমানের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা জামায়াতে ইসলামীর আন্দোলনকে আরও বেগবান করবে বলে আমরা আশাবাদী।’

নিজের প্রতিক্রিয়ায় হামিদুর রহমান বলেন, ‘ইসলামি সংগঠনগুলো সবাই ইসলামি দ্বীন প্রতিষ্ঠায় কাজ করে। ইসলামী আন্দোলনও অনেক ভালো সংগঠন। তবে, ১১ দলীয় জোটে ইসলামী আন্দোলনের টানাপড়েন, ছোটখাটো ভুল ছাড় দিতে না পারা ও ১ বক্স নীতি থেকে বের হয়ে যাওয়ায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে আরও ৩০০ জন জামায়াতে যোগদান করবেন।’

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর কর্মকর্তা নিহত

মেম্বারের ছেলের হাঁস চুরির বিচার করায় তিনজনকে কুপিয়ে জখম

সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁওয়ে বিএনপির ২০ নেতা বহিষ্কার

এবার টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুরের কবরে গোবিন্দ প্রামানিক

গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল নিক্ষেপ

ধামরাইকে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকমুক্ত করব : মুফতি আশরাফ

ফরিদপুরে থানা থেকে লুট হওয়া গোলাবারুদ উদ্ধার

গাজীপুর-১ আসনে অনলাইনে জোরদার নির্বাচনি প্রচার

এনসিপি নেতা সারোয়ারের আসনে ব্যালটে দাঁড়িপাল্লা না রাখার আহ্বান জামায়াতের

যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ আটক যুবদল নেতা