হোম > সারা দেশ > ঢাকা

কাফনের কাপড় পরে ব্যতিক্রম নির্বাচনি প্রচারে ফরিদপুর-৪ আসনের প্রার্থী

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)

নির্বাচনি প্রচারে রায়হান জামিলের ও তার সমর্থকবৃন্দ। ছবি: আমার দেশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাফনের কাপড় পরে ব্যতিক্রমী নির্বাচনি প্রচার করেছেন ফরিদপুর-৪ আসনের জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী রায়হান জামিল।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) রায়হান জামিলের নির্বাচনি প্রচারণাকালে হুমকি ও গালাগালির ঘটনার প্রতিবাদে ব্যতিক্রমধর্মী প্রচারণা কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা।

চরভদ্রাসন উপজেলার ম্যাজিস্ট্রেট বাজার এলাকায় রায়হান জামিলের নেতৃত্বে ও তার সমর্থকদের অংশগ্রহণে কাফনের কাপড় পরিধান করে শান্তিপূর্ণ নির্বাচনি প্রচারণা চালানো হয়। এ সংক্রান্ত একটি প্রচারণা নিজের ফেসবুকে আপলোড করেন। এ কর্মসূচির মাধ্যমে তারা নির্বাচনি পরিবেশে বাধা, ভয়ভীতি ও অশালীন আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রায়হান জামিল লিখেন, ‘নির্বাচনি প্রচারণায় হুমকি ও গালাগালি জনগণের অধিকার ও ন্যায়সংগত নির্বাচনি প্রক্রিয়ার পরিপন্থি। আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চাই। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত জরুরি।’

তবে এ ব্যাপারে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রায়হান জামিলের সমর্থকরা জানান, তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সব ধরনের ভয়ভীতি বা বাধা উপেক্ষা করেই তারা জনগণের অধিকার রক্ষায় মাঠে থাকবেন।

উল্লেখ্য, রায়হান জামিল শুরু থেকেই তার নিজের প্রচারণায় ব্যতিক্রম সব কর্মকাণ্ড করেন। ১ টাকায় গরুর মাংস দেওয়া, ১০ টাকায় ইলিশ মাছ দেওয়া, ২ টাকা কেজি দরে গরিবদের মাঝে চাউল বিতরণ, গভীর রাতে নিজে মাথায় করে চাউলের বস্তা বিতরণ, তার ব্যানার ছেঁড়ার প্রতিবাদে মহিলাদের দিয়ে ঝাড়ু মিছিল দেওয়াসহ ইত্যাদি কর্মকাণ্ডে সে আলোচিত হোন।

ক্ষমতায় গেলে দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ করা হবে: তারেক রহমান

গোপালগঞ্জ-২ আসন, ১১ দলীয় জোট প্রার্থীর ১০ দফা ইশতেহার ঘোষণা

গাজীপুরে তারেক রহমানের সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শ্রীপুরে পৌরসভার ময়লার গাড়ির চাপায় নিহত ১

যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক ১

পূবাইলে ট্রেনে কাটা পড়ে ছেলে-মেয়েসহ মায়ের মৃত্যু

গোপালগঞ্জে কারাবন্দি বাবার জন্য ছেলের ভোট প্রার্থনা

‎গাজীপুরে ‌‘শ্বাসকষ্ট-বমি-খিঁচুনিতে’ অসুস্থ অর্ধশতাধিক পোশাককর্মী

ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতার কার্যালয়ে ভাঙচুর-গুলিবর্ষণ

ককটেল ফাটিয়ে ও গুলি করে এজেন্ট ব্যাংকিংয়ের ২৪ লাখ টাকা ছিনতাই