সাভারে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) দুই দিন ব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা সমাপনী অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও কর্মশালার সমাপনী ঘোষণা করেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইমাম উদ্দীন কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহ আলম মুকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।
কর্মশালায় অংশ নেওয়া বিশেষজ্ঞদের পরামর্শ ও সুপারিশমালা উপস্থাপন করেন ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. জিল্লুর রহমান। সুপারিশমালা উপস্থাপনের পরে অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। পর্বটি পরিচালনা করেন বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।