হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে পুলিশের ওপর হামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

ছবি: আমার দেশ

গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ওপর হামলা, মারধর, গাড়ি ভাঙচুর ও আসামি ছিনতাইয়ের ঘটনায় প্রধান অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-১ স্পেশালাইজড কোম্পানি, পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট নাফিজ বিন জামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জাহাঙ্গীর আলম (২৬) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের বাসিন্দা।

র‍্যাবের তথ্য অনুযায়ী, ৩১ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার পুলিশ মাওনা চৌরাস্তা এলাকায় পিয়ার আলী ডিগ্রি কলেজের পেছনে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে জাহাঙ্গীরসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে জাহাঙ্গীরের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশ সদস্যদের মারধর করে জাহাঙ্গীরকে ছিনিয়ে নেয় এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে। হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হন।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) অরুণ কুমার বিশ্বাস বাদী হয়ে মামলা করেন। জাহাঙ্গীরের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, মাদকসহ দুই ডজনের বেশি মামলা রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানিয়েছেন, র‍্যাব গ্রেপ্তার আসামিকে থানায় হস্তান্তর করেছে। আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

শাকসুতে ২৮ দফা ইশতেহার ঘোষণা ছাত্রশিবির প্যানেলের

চলন্ত বাসে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, আটক তিন

কেরানীগঞ্জে মা-মেয়ে হত্যার ১৬ দিন পর লাশ উদ্ধার

মোবাইল ব্যাংকিং ডিএসআরের কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনতাই

ফরিদপুরে ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁদাবাজির মামলায় যুবদল কর্মী গ্রেপ্তার

নিরাপত্তা শঙ্কায় এনসিপি প্রার্থীর জিডি

আমার দেশ প্রতিনিধি আকরাম হোসেনকে হুমকি, থানায় জিডি

এনসিপি প্রার্থীর ওপর হামলা, গ্রেপ্তার ১

আড়াইহাজারে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু