হোম > সারা দেশ > ঢাকা

মুজিব কোট আয়রন করা আছে, যদি আ.লীগ আসে আবার ফিরে যাব

বিএনপি প্রার্থীর প্রচারণায় আ.লীগ নেতা

জেলা প্রতিনিধি, ফরিদপুর

“আমি মুশা মিয়ার (বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান) হাত ধরে আওয়ামী লীগে যোগ দিয়েছিলাম। মুজিব কোট ঘরে আয়রন করা আছে। যদি আগামীকাল আবার আ. লীগ আসে, আ. লীগে যাবো। কিন্তু এখন তো আ.লীগ নেই। ভোট তো এক জায়গায় দিতেই হবে—ঘরে বসে থাকলে চলবে না। তাই এখন ধানের শীষেই ভোট দেব।”

ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের নির্বাচনি প্রচারের সময় এভাবেই প্রকাশ্যে নিজের রাজনৈতিক অবস্থান জানিয়ে, ধানের শীষের পক্ষে ভোট চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী আতিয়ার রহমান রবি।

শুক্রবার প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও নির্বাচনি প্রচারণা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একজন পরিচিত আওয়ামী লীগ নেতার মুখে এমন বক্তব্য শোনার পর স্থানীয় রাজনীতিতে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। বক্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র আলোচনা-সমালোচনা। কেউ কেউ একে সময়ের বাস্তবতা বলে মন্তব্য করেছেন, আবার অনেকে এটিকে রাজনৈতিক সুবিধাবাদ হিসেবে আখ্যা দিচ্ছেন। একজন লিখেছেন “উনি শুধু যেদিকে বৃষ্টি ওদিকে ছাতা ঘুরিয়ে দিয়েছেন”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর-১ আসন থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দোকার নাসিরুল ইসলামের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ঢাকায় অবস্থান করার কারণে তার সহধর্মিণী আনজুমান বানু স্থলাভিষিক্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বোয়ালমারী উপজেলা বিএনপি সহ-কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মৌসুমী, কেন্দ্রীয় ছাত্রদলের ক্রীড়া সম্পাদক বুরহান উদ্দিন খান সৈকত, বোয়ালমারী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান শাহীন প্রমুখ।

বিএনপির অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতার এই ধরনের বক্তব্য দেয়ার প্রসঙ্গে উপজেলা সহ-কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান বলেন, “ তিনি ৩ বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ছিলেন। আসলে তার ওপেন মঞ্চে এভাবে কথা বলা উচিত হয়নি। তার পরেও তিনি কেন এমনটি করলেন বুঝলাম না । আমরা তার এমন বক্তব্যে বিব্রত।”

ডাকা‌তি করতে এসে কোপ খেয়ে পালালো ডাকাতদল, প্রশংসায় ভাসছেন যুবক

আমরা তালেবান বা জঙ্গি বাংলাদেশের জন্য যুদ্ধ করিনি: আহমেদ আযম খান

টঙ্গীতে ‌ ‘প্যানিক এ্যাটাকে’ অর্ধশতাধিক পোশাক শ্রমিক অসুস্থ

টাঙ্গাইলে জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

শরীয়তপুরে ৪৫টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, আটক ৪

রাজবাড়ীতে গণভোটের প্রচারণায় বিভাগীয় কমিশনার

হাসপাতালে স্বামীর কাছ থেকে আলাদা করে স্ত্রীকে ধর্ষণ, দুই আনসার সদস্য গ্রেপ্তার

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কায় ৩ শ্রমিক নিহত, আহত ৯

মাঠে-ঘাটে বিএনপির প্রার্থী এস এম জিলানী

হংকং থেকে দেশে ফিরে নিজ বাড়িতেই গোপন ইয়াবা কারখানা, গ্রেপ্তার যুবক