হোম > সারা দেশ > ঢাকা

ভেদাভেদ ভুলে দেশকে ফুলের মতো করতে চাই : দোয়া মাহফিলে ড. মঈন

জেলা প্রতিনিধি, নরসিংদী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা এ দেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সব ভেদাভেদ ভুলে গিয়ে জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে এ দেশকে আমরা ফুলের মতো দেশে পরিণত করতে চাই।

শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর পলাশে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর বিএনপি এই দোয়া মাহফিলের আয়োজন করে।

দোয়া মাহফিলে মঈন খান বলেন, আমাদের মধ্যে ভিন্নমত থাকবে। কিন্তু এ মত যেন আমাদের মধ্যে শত্রুতা সৃষ্টির মাধ্যমে কোনো ধরনের দ্বিধা সৃষ্টি না করতে পারে; সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু এ দেশে স্বাধীনতার ঘোষণা দেননি। তিনি সম্মুখ সারিতে যুদ্ধ করেছিলেন; যুদ্ধে জয়লাভ করেছিলেন। এ দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বীর উত্তম উপাধিতে ভূষিত হয়েছিলেন।

দোয়া মাহফিলের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়কসহ সম্পাদক আশরাফ উদ্দিন বকুল, কেন্দ্রীয় কমিটির সদস্য ফেরদৌস আহমেদ খোকন, আকরামুল হাসান মিন্টু, জেলা বিএনপির সহসভাপতি সরদার শাখাওয়াত হোসেন বকুল ও তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী প্রমুখ।

মির্জাপুরে দুই বাসের চাপায় প্রাণ গেল তরুণের

তফসিলবিরোধী মিছিল করায় শরীয়তপুরে আ. লীগ ক্যাডার গ্রেপ্তার

পৃথিবীতে কোনো শক্তি নেই যে নির্বাচন বানচাল করতে পারে: প্রেস সচিব

পরিবারকে ফাঁকি দিয়েছি, দলকে ফাঁকি দেইনি: জাহান্দার আলী

পাকুন্দিয়ায় জামায়াতে ইসলামীর মার্চ ফর দাঁড়িপাল্লা

মানিলন্ডারিং: সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরসহ ৮ জনের নামে মামলা

মানিকগঞ্জ-২ আসন, জামায়াতের প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ

কোটালীপাড়ায় প্রাথমিকের শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ

ভিসা প্রতারকের খপ্পরে পরে ৮৫ পরিবারের অর্থ আত্মসাৎ, আটক ১