হোম > সারা দেশ > ঢাকা

ভাইকে সমর্থন দিতে বিএনপি প্রার্থী পরিবর্তন চাইলেন হাসান সরকার

স্টাফ রিপোর্টার, টঙ্গী

গাজীপুর- ৬ আসন হাইকোর্টের রায়ে স্থগিতের পর গাজীপুর- ২ আসনে দলীয় পার্থী পরিবর্তন চেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার। এ আসনে তিনি সমর্থন দিয়েছেন ছোটো ভাই সালাহউদ্দীন সরকারকে।

মঙ্গলবার দুপুরে গাজীপুরের টঙ্গী বড়দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এ আসনে দলটির প্রাথমিক মনোনয়নে প্রার্থী হলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র এম এ মান্নানের ছেলে মঞ্জুরুল করীম রনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান হাসান উদ্দিন সরকার। এ সময় তিনি বলেন, আপিল বিভাগের রায়ের মাধ্যমে গাজীপুর- ৬ আসন বাতিল হয়ে পূর্বের গাজীপুর- ২ আসনে ফিরে আসায় এ আসনের রাজনৈতিক ও নির্বাচনি বাস্তবতায় মৌলিক পরিবর্তন এসেছে। বর্তমানে গাজীপুর- ২ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৮ লাখ। যা এটিকে দেশের অন্যতম বৃহৎ ও চ্যালেঞ্জিং আসনে পরিণত করেছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমান মনোনয়ন দেওয়া হয়েছিল সম্পূর্ণ ভিন্ন বাস্তবতায়—যখন গাজীপুর-৬ আসন বহাল ছিল এবং টঙ্গী, গাছা ও পূবাইল আলাদা সংসদীয় আসনের আওতায় ছিল। নতুন বাস্তবতায় সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা রাজনৈতিকভাবে যৌক্তিক ও সময়োপযোগী। বক্তারা স্পষ্ট করেন, এটি কোনো ব্যক্তিবিরোধিতা নয় বরং দলীয় স্বার্থ, ভোটার প্রতিনিধিত্ব ও বিজয়ের সম্ভাবনা নিশ্চিত করার প্রশ্ন।

সময় বক্তারা আন্দোলন-সংগ্রামে গাজীপুর তথা টঙ্গী এলাকার বিএনপির নেতাকর্মীদের ত্যাগ ও নির্যাতনের কথা স্মরণ করিয়ে দেন। তারা বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে বহু নেতাকর্মী জেল-জুলুম, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্র দখল ও ভোট ডাকাতির মাধ্যমে বিএনপির প্রার্থীদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়, যার ফলে সংশ্লিষ্ট নেতারা রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েন।

সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সালাহ উদ্দিন সরকার, সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আফজাল হোসেন কায়সার, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক গোলাপ ও আক্তারুজ্জামান, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন ভাট, বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি, যুবদল নেতা সৌমিক সরকারসহ বিএনপির বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জে ‘ডেভিল হান্ট ফেজ-২’র অভিযানে গ্রেপ্তার ১৯

বিএনপির অফিস ভাংচুর মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদীর জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুর- ২ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে ৭ মনোনয়ন প্রত্যাশীর একাত্মতা

আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

জামায়াত নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ সালাউদ্দিন আইউবীর

কোনো সরকারই আলেমদের হত্যার বিচার করেনি

ফরিদপুরে শহীদ বেদিতে জাতীয় যুবশক্তির শ্রদ্ধা নিবেদন

গাজীপুর–২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ