মাদারীপুর জেলার শিবচর উপজেলায় দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার শিবচর উপজেলার ৭১ চত্বরে অনুষ্ঠিত আলিফ হত্যার বিচার, মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীকে গুম করে হত্যাচেষ্টা, মুসলিম মেয়েদের ফাঁদে ফেলে ধর্ষণ ও দেশবিরোধী ষড়যন্ত্রের সাথে জড়িত হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আয়োজন করে হাজী শরিয়তুল্লাহ (রহ:)সমাজ কল্যাণ পরিষদ। এ সময় বিক্ষোভ মিছিলের নেতৃত্বে দেন পীরজাদা হানজালা সাহেব। মিছিলটি উপজেলার ৭১ চত্বরে থেকে শুরু হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে তারা ইসকনবিরোধী বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে তারা একটি বিক্ষোভ সমাবেশেও করেন।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে সভাপতির বক্তব্যে হাজী শরীয়তুল্লাহর সপ্তম পুরুষ পীরজাদা হজরত মাওলানা হানজালা বলেন, ইসকন একটি উগ্র সংগঠন, যারা ধর্মের নামে সন্ত্রাস চালাচ্ছে। আমরা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের শত্রু নই, তারা এ দেশের নাগরিক এবং আমরা তাদের সম্মান করি। তবে ইসকনের বিচার না হওয়া পর্যন্ত শিবচরের মাটিতে তাদের আর কোনো কার্যক্রম চলতে দেয়া হবে না। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইসকন দীর্ঘদিন ধরে দেশজুড়ে নানা উগ্র কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। মুসলিম খতিব এবং ওলামাদের গুম, আইনজীবী হত্যা, নারী নির্যাতন, খুন, ধর্ষণ ও উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করছে।
এ সময় বক্তারা অবিলম্বে ইসকনের কার্যক্রম বন্ধ ও সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।