চুয়াডাঙ্গায় এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার জেলার তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। আজ মঙ্গলবার তাপমাত্রা ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। গতকালের চেয়ে তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি কমেছে ।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, আজ সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ ।
তিনি জানান, গত এক সপ্তাহে তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করছে । গত সপ্তাহে সপ্তাহব্যাপী শৈত্যপ্রবাহ অব্যাহত ছিল। বর্তমানে তাপমাত্রা একদিন বাড়ছে একদিন কমছে। দিনে রৌদ্রের তীব্রতা বাড়লেও সকালে কনকনে শীত অব্যাহত আছে ।