অধিকার ভাতা বন্ধের প্রতিবাদে বেনাপোল স্থলবন্দরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বন্দর কর্মচারীরা। এই কর্মসূচির কারণে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এক ঘণ্টা আমদানি, রপ্তানি ও বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকে। এতে বন্দরে পণ্যজটের সৃষ্টি হয়।
স্থলবন্দর দাবি আদায় পরিষদের ব্যানারে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালের সামনে আয়োজিত মানববন্ধনে বন্দর কর্মচারীদের দেড় শতাধিক সদস্য অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অধিকার ভাতা পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অফিস সময়ের অতিরিক্ত কাজের পারিশ্রমিক হিসেবে তারা গত ২১ বছর ধরে অধিকার ভাতা পেয়ে আসছেন। কিন্তু গত দুই মাস ধরে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই সরকার এই ভাতা বন্ধ করে দিয়েছে। ফলে কর্মচারীরা অর্থনৈতিক ও মানসিকভাবে চরম ক্ষতির শিকার হচ্ছেন।
মানববন্ধন চলাকালে কর্মবিরতির কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। ফলে বন্দরের ভেতরে ও বাইরে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয় এবং ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বন্দর ওয়্যারহাউস ইন্সপেক্টর শাহাদত হোসেন, হাফিজুর রহমান, নাহিদ পারভেজসহ অন্যান্য নেতা। তারা বলেন, বন্দর কর্মচারীদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।