হিন্দু অধ্যূষিত খুলনা-১ আসনে (বটিয়াঘাটা-দাকোপ) প্রার্থী পরিবর্তন করেছে জামায়াতে ইসলামি। মনোনয়ন পেয়েছেন জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী। কেন্দ্র থেকে সিদ্ধান্ত হওয়ার পর বুধবার স্থানীয় বোর্ডে তা চূড়ান্ত করা হয়। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বটিয়াঘাটা উপজেলা সদরে জামায়াত কার্যালয়ে প্রার্থী পরিচিতি সভা শেষে প্রথমবারের মতো গণসংযোগ শুরু করবেন কৃষ্ণ নন্দী।
বৃহস্পতিবার দুপুরে কৃষ্ণ নন্দী আমার দেশকে জানান, শুক্রবার বিকেল থেকে ভোটের প্রচারণা শুরু করবো। বটিয়াঘাটা থেকে কাজ শুরু হবে। সেখানে জামায়াতের একটি প্রার্থী পরিচিতি সভা হবে। সভার পরেই জনগণের কাছে ভোট চাইতে নামবো।
তিনি আরো জানান, ১ ডিসেম্বর জামায়াত আমির খুলনায় এসেছিলেন ৮ দলের বিভাগীয় সমাবেশে। সে সময় আমাকে ও বটিয়াঘাটা জামায়াতের আমীর সাহেবকে ডেকে বুকে বুক মিলিয়ে দিয়েছেন। তিনিই নির্বাচনী প্রচারণার মূল দায়িত্বে থাকবেন।
গত ১ ডিসেম্বর জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান প্রার্থিতার বিষয়ে গৃহীত নতুন সিদ্ধান্ত দিয়ে যাওয়ার পর বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে স্থানীয় পর্যায়ের নেতাদের বৈঠকে এটি আলোচিত হয় এবং ওই সিদ্ধান্তই বহাল থাকে বলে জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হোসাইন জানান।
আগে ঘোষিত জামায়াতের প্রার্থী মাওলানা আবু ইউসুফ বলেন, সংগঠনের সিদ্ধান্ত খুলনা-১ আসনের সংসদ নির্বাচনের প্রার্থী কৃষ্ণ নন্দী। তার পক্ষে আমি প্রচারণা শুরু করেছি। আমাকেই নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক করা হয়েছে, সেহেতু সিদ্ধান্ত অনুযায়ী আমি যথা সম্ভব কাজ করবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য, এর আগে গত ৯ ফেব্রুয়ারি খুলনার ছয়টি আসনের জন্য জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয়। প্রায় ১০ মাসের ব্যবধানে প্রার্থী পরিবর্তন করে কোন হিন্দু প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেওয়া হলো।
খুলনা-১ আসনটি দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত। সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩ হাজার ৫৪২ জন। এর মধ্যে ঠিক কতজন হিন্দু ভোটার সেটি জানা না গেলেও একাধিক সূত্র বলছে অন্তত: ৪০ থেকে ৪২ শতাংশ হিন্দু ভোটার। জামায়াতের প্রার্থী পার্শ্ববর্তী খুলনা-৫ আসন তথা ডুমুরিয়ার বাসিন্দা। যিনি ইতোপূর্বে মিয়া গোলাম পরওয়ারের পক্ষে একাধিক সমাবেশে যোগ দিয়ে বলেছেন, নতুন প্রজন্মের প্রথম ভোট, দাঁড়িপাল্লার পক্ষে হোক। এমনটি গত ৩১ অক্টোবর ডুমুরিয়া স্বাধীনতা চত্বরের হিন্দু সমাবেশও হয় তার সভাপতিত্বে। যেখানে প্রধান অতিথি ছিলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার।
সর্বশেষ গত ২১ নভেম্বর ডুমুরিয়ার শাহপুরের আন্দুলিয়া ফুটবল মাঠের ছাত্র গণ-জমায়েতেও একই বক্তব্য দেন কৃষ্ণ নন্দী। এখন তাকেই যেতে হচ্ছে খুলনা-১ আসনের ভোটারদের কাছে নিজের জন্য ভোট চাইতে।