হোম > সারা দেশ > ময়মনসিংহ

অস্ত্রের মুখে নির্মাণাধীন রাস্তার ২২ ড্রাম বিটুমিন ডাকাতি

উপজেলা প্রতিনিধি, সরিষাবাড়ী (জামালপুর)

জামালপুরের সরিষাবাড়ীতে পিস্তল ঠেকিয়ে হেলমেট পড়ে প্রায় তিন লক্ষ টাকা মূল্যের ১৫০ কেজি ওজনের ২২টি বিটুমিন ড্রাম ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার (১০ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া ডাইলা বাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ঠিকাদার প্রতিষ্ঠান সূত্রে জানাযায়, জামালপুর জেলা প্রকল্পের ২০২৪-২৫ অর্থ বছরের আওতায় উপজেলার মহাদান ইউনিয়নের ঠাকুরবাড়ি বটতলা থেকে চেরাগালি মোড় হয়ে বিলবালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত মোট ১ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ চলছিল। মেসার্স কাউসার এন্ড ব্রাদার্স নামক একটি ঠিকাদার প্রতিষ্ঠানের নিকট থেকে সাব-কন্ট্রাক্ট নিয়ে বর্তমানে কাজটি করছেন কবির হোসেন। এই কাজের জন্য ৭০টি বিটুমিন ড্রাম আনা হয়েছিল।

মিক্সার মেশিনের ড্রাইভার আব্দুল মজিদ জানান, রাত আনুমানিক দেড়টার দিকে ১০-১২ জন লোক হেলমেট পরিহিত অবস্থায় এসে তাদের দিকে পিস্তল ঠেকিয়ে হুমকি দেয়। তারা বলে, ‘আমরা বিটুমিনের ড্রাম নিয়ে যেতে এসেছি। একটা কথা বলবিনা। চিল্লাচিল্লি করলে গুলি করে দেব।’ এরপর তারা ড্রামগুলো ট্রাকে তুলে উত্তর দিকে নিয়ে যায়।

নৈশ প্রহরী আনোয়ার হোসেন জানান, দুর্বৃত্তরা প্রথমে এসে পিস্তল ঠেকিয়ে তাদের মোবাইল ফোনগুলো ছিনিয়ে নেয় এবং চুপ করে থাকতে বলে। তিনি বলেন, আমি প্রায় ১৫-২০ বছর যাবত এই লাইনে কাজ করি, কিন্তু কোনোদিন দেখিনি বিটুমিনের ড্রাম কেউ চুরি কিংবা ডাকাতি করতে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার বলেন, আমরা সকালে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং ঘটনার সত্যতা উদঘাটনে চেষ্টা করছি।

ডিজির মহানুভবতায় চাকরি ফিরে পেল সেই ডা. ধনদেব

গফরগাঁওয়ে জিপিএ-৫ প্রাপ্ত ১৮৯ শিক্ষার্থীকে সংবর্ধনা

বিএনপির কাছে ময়মনসিংহ- ১০ আসন চায় জমিয়ত

সরিষাবাড়িতে র‍্যাব কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার

দেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে একটি দল

নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরলো ৬ বাংলাদেশি মৎস্যজীবী

বিয়ের দুই মাসেই বাবার বাড়িতে গৃহবধূর মৃত্যু

ডিজির সঙ্গে অশোভন আচরণের পেছনে ডা. ধনদেবের ষড়যন্ত্র ফাঁস

প্রার্থীদের গণসংযোগে জমে উঠেছে নির্বাচনি মাঠ

শীতজনিত রোগে হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্ক রোগী