হোম > সারা দেশ > ময়মনসিংহ

জাবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়কসহ ৫১ জনের বিরুদ্ধে ব্যবস্থা

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) প্রশাসন জুলাই মাসের গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন ও সামাজিক মাধ্যমে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ৫১ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে রয়েছেন ৬ জন কর্মকর্তা ও ৪৫ জন শিক্ষার্থী।

সোমবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নুর হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে গঠিত ১৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিশনের প্রতিবেদনের আলোকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৬তম সভায় এ সিদ্ধান্ত হয়। শাস্তিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সহকারী রেজিস্ট্রার আনিসুজ্জামান, ইঞ্জিনিয়ার শহীদুজ্জামান, সেকশন অফিসার রাসেল মাহমুদ, মোতাব্বির হোসেন, কর্মকর্তা-কর্মচারী পরিষদের সভাপতি মির্জা হালিম ও উপাচার্যের ব্যক্তিগত সহকারী সোহাগ সরকার। তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শিক্ষার্থীদের মধ্যে গুরুতর অপরাধে জড়িত ২১ জনের মধ্যে ছাত্রলীগ শাখার আহ্বায়ক কাওসার আহমেদ স্বাধীন ও যুগ্ম আহ্বায়ক পলাশকে পাঁচ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। আরও কয়েকজনের সনদপত্র স্থগিত করা হয়েছে। এ ছাড়া প্রিয়া সরকারসহ সাতজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।

অপেক্ষাকৃত লঘুদণ্ডপ্রাপ্ত ২৪ শিক্ষার্থীকে আবাসিক হল থেকে আজীবনের জন্য বহিষ্কার ও সিট বাতিল করা হয়েছে। অন্যদিকে, অভিযুক্ত শিক্ষকদের বিষয়ে তদন্ত প্রক্রিয়া দ্বিতীয় ধাপে শুরু হবে। আগামী সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।

আধুনিক অঞ্চল হিসাবে গফরগাঁওকে গড়ে তুলতে চাই

জামালপুরে বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্ব: আলী রীয়াজ

ভালুকায় কার্টনে মিলল নবজাতকের লাশ

এবার ইউএনওকে শাসালেন বিএনপি নেতা

ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদায়, প্রতিবাদ করায় অভিভাবক লাঞ্ছিত

মমেক হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন বাবরের স্ত্রী শ্রাবণী

নেত্রকোনায় যুবলীগ নেতা গ্রেপ্তার