হোম > সারা দেশ > ময়মনসিংহ

ফুলবাড়ীয়ায় ৮২ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, সংকটে শিক্ষা ব্যবস্থা

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় উপজেলায় প্রাথমিক শিক্ষাব্যবস্থা মারাত্মক সংকটে পড়েছে। উপজেলার উল্লেখযোগ্য সংখ্যক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকদের ওপর ভার দিয়ে চলছে বিদ্যালয় পরিচালনা। এতে শুধু প্রশাসনিক কার্যক্রমই ব্যাহত হচ্ছে না, বরং শিক্ষা কার্যক্রমেও পড়ছে নেতিবাচক প্রভাব।

ফুলবাড়ীয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ২০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৮২টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য। মামলা জনিত কারণে ৩২ জন, পদোন্নতি ও নিয়োগ কার্যক্রম দীর্ঘদিন ধরে স্থগিত-থাকা, মামলা

জটিলতা ও প্রশাসনিক ধীরগতির কারণে এ সংকট দিন দিন প্রকট হচ্ছে।

শিক্ষকরা বলছেন, প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কাজ, শিক্ষা কার্যক্রমের তদারকি, শিক্ষার্থীদের আচরণগত মানোন্নয়ন, পাঠদান পদ্ধতি পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। এতে বিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা দুর্বল হয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন,আমরা পাঠদান ও প্রধান শিক্ষক—দুই দায়িত্বই পালন করছি। কিন্তু জনবল সংকটের কারণে নিয়মিত তদারকি, সভা, রেকর্ড সংরক্ষণ, উন্নয়ন কাজের পরিকল্পনা এগুলো ঠিকভাবে করা যাচ্ছে না। এতে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ফুলবাড়ীয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহী দিলশাদ এলীন বলেন, ৮২ টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক শূন্য রয়েছে। মামলা জটিলতা শেষ হলে, পদোন্নতি ও নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন হলে সংকট কমে আসবে বলে আশা করছি।

স্থানীয় অভিভাবকদের দাবি, প্রধান শিক্ষক নিয়োগ দ্রুত না হলে শিক্ষার মান আরো অবনতি ঘটবে, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নেও দেখা দেবে জটিলতা।

আধুনিক অঞ্চল হিসাবে গফরগাঁওকে গড়ে তুলতে চাই

জামালপুরে বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্ব: আলী রীয়াজ

ভালুকায় কার্টনে মিলল নবজাতকের লাশ

এবার ইউএনওকে শাসালেন বিএনপি নেতা

ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদায়, প্রতিবাদ করায় অভিভাবক লাঞ্ছিত

মমেক হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন বাবরের স্ত্রী শ্রাবণী

নেত্রকোনায় যুবলীগ নেতা গ্রেপ্তার