হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন গৌরীপুর উপজেলার বাড়িওয়ালাপাড়ার এলবার্ট ডেবিট বাদলের ছেলে এলবার্ট ডেবিট রকি (২৫) ও এলবার্ট ডেবিট সেন্টু (৪০)।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় গৌরীপুর পাটবাজারের টিপু সুলতান জুয়েলার্সে স্বর্ণের দাম নিয়ে দোকানির সঙ্গে আসামিদের বাগ বিতণ্ডা হয়। বিষয়টি মীমাংসার চেষ্টা করেন দোকানির চাচাতো ভাই জহিরুল ইসলাম মিঠু। এ সময় এলবার্ট ডেবিট রকি ও তার ভাই সেন্টুর সঙ্গে মিঠুর তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে সেন্টু ধারালো চাকু দিয়ে মিঠুর বুকে আঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিঠুকে প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরদিন নিহতের বাবা মো. মোখলেছুর রহমান বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা ও যুক্তিতর্ক শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন হাসিব আহামদ মাহবুবুল আলম এবং আসামিপক্ষের পক্ষে ছিলেন মো. আকরাম হোসেন।

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ

বকশীগঞ্জে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

ত্রিশালে দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত

খুচরা সার বিক্রেতা নীতিমালা ২০০৯ বহাল রাখার দাবিতে মানববন্ধন

তিন সপ্তাহ ধরে বন্ধ জারিয়া লোকাল ট্রেন, ভোগান্তিতে হাজারো যাত্রী

৫০০ বছরের পুরোনো মসজিদটির সংস্কার প্রয়োজন

হলে সিটের দাবিতে রাস্তা অবরোধ বাকৃবি ছাত্রীদের

অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে নজরুলের স্মৃতি

গফরগাঁওয়ে ক্ষেতে ঝুলছে শত শত রসালো তরমুজ