হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে অবরোধ প্রত্যাহার, বাস চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহে রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বাস ধর্মঘট প্রত্যাহারের পর সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা থেকে ঢাকাসহ সব রুটে স্বাভাবিকভাবে বাস চলাচল শুরু হয়েছে।

রোববার সন্ধ্যায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের উদ্যোগে পরিবহন মালিক-শ্রমিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠক শেষে জনভোগান্তি বিবেচনায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার দুপুরে নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, ইউনাইটেড, শৌখিনসহ বিভিন্ন পরিবহনের বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে।

ঢাকাগামী ইউনাইটেড পরিবহনের যাত্রী আবুল কাশেম বলেন, ফ্যাসিস্টদের কারণে গত কয়েক দিন ঢাকায় যাওয়া সম্ভব হয়নি। এটা আমাদের জন্য অশনিসংকেত ছিল। এখন যাতায়াত স্বাভাবিক হওয়ায় স্বস্তি লাগছে।

এছাড়া নগরীর শম্ভুগঞ্জ এলাকা থেকে কিশোরগঞ্জ, নেত্রকোণা ও শেরপুরগামী বাসগুলোও স্বাভাবিকভাবে যাত্রী পরিবহন করছে। ঢাকা থেকেও বিভিন্ন পরিবহনের গাড়ি যাত্রী নিয়ে ময়মনসিংহে পৌঁছেছে।

কয়েকদিনের দুর্ভোগের পর গন্তব্যে পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। একইসঙ্গে পুনরায় কাজে ফিরতে পেরে আনন্দ প্রকাশ করেছেন পরিবহন শ্রমিকরাও।

ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম জানান, সোমবার সকাল থেকে সব রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। ধর্মঘটের পেছনের বিদ্যমান সমস্যা সমাধানে একটি কমিটি গঠন করা হয়েছে এবং আলোচনা সাপেক্ষে সব ইস্যু মীমাংসা করা হবে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, সোমবার সকাল থেকেই বাস চলাচল শুরু হয়েছে। পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, কোথাও কোনো সমস্যা নেই।

আধুনিক অঞ্চল হিসাবে গফরগাঁওকে গড়ে তুলতে চাই

জামালপুরে বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্ব: আলী রীয়াজ

ভালুকায় কার্টনে মিলল নবজাতকের লাশ

এবার ইউএনওকে শাসালেন বিএনপি নেতা

ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদায়, প্রতিবাদ করায় অভিভাবক লাঞ্ছিত

মমেক হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন বাবরের স্ত্রী শ্রাবণী

নেত্রকোনায় যুবলীগ নেতা গ্রেপ্তার