হোম > সারা দেশ > ময়মনসিংহ

নবাবগঞ্জে ৪২ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, সংকটে প্রাথমিক শিক্ষাব্যবস্থা

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষাব্যবস্থা মারাত্মক সংকটে পড়েছে। উপজেলার উল্লেখযোগ্য সংখ্যক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকদের ওপর ভার দিয়ে চলছে বিদ্যালয় পরিচালনা। এতে শুধু প্রশাসনিক কার্যক্রমই ব্যাহত হচ্ছে না, বরং শিক্ষা কার্যক্রমেও পড়ছে নেতিবাচক প্রভাব।

নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৪২ টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য। পদোন্নতি ও নিয়োগ কার্যক্রম দীর্ঘদিন ধরে স্থগিত থাকা, মামলা-জটিলতা ও প্রশাসনিক ধীরগতির কারণে এ সংকট দিন দিন প্রকট হচ্ছে।

শিক্ষকরা বলছেন, প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কাজ, শিক্ষা কার্যক্রমের তদারকি, শিক্ষার্থীদের আচরণগত মানোন্নয়ন, পাঠদান পদ্ধতি পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। এতে বিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা দুর্বল হয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন,আমরা পাঠদান ও প্রধান শিক্ষক—দুই দায়িত্বই পালন করছি। কিন্তু জনবল সংকটের কারণে নিয়মিত তদারকি, সভা, রেকর্ড সংরক্ষণ, উন্নয়ন কাজের পরিকল্পনা এগুলো ঠিকভাবে করা যাচ্ছে না।এতে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুমা বেগম বলেন, ৪২টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক শূন্য রয়েছে। পদোন্নতি ও নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন হলে সংকট কমে আসবে বলে আশা করছি।

স্থানীয় অভিভাবকদের দাবি, প্রধান শিক্ষক নিয়োগ দ্রুত না হলে শিক্ষার মান আরও অবনতি ঘটবে, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নেও দেখা দেবে জটিলতা।

অযত্নে অরক্ষিত থাকায় বেহাল দশা স্মৃতিসৌধ, শুকানো হচ্ছে গরুর গোরব

গৌরীপুরে সহিংসতার দায়ে বিএনপির ৫ নেতা বহিষ্কার

গৌরীপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত

সেনাবাহিনীর অভিযান, দেশীয় ৩৪ অস্ত্রসহ আটক ৪

জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে

নান্দাইলে সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ করছেন আ.লীগ নেতা

ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের কারাদণ্ড

ময়মনসিংহ ডেঙ্গুর নতুন হটস্পট, দুমাসে মৃত্যু ১৩

নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই: শফিকুল আলম

প্রণোদনার ভাগ না পেয়ে কৃষি কর্মকর্তাকে মারধর, বহিষ্কার সেই ছাত্রদল নেতা