হোম > সারা দেশ > ময়মনসিংহ

আ.লীগ নেতা সাজিয়ে জামায়াতকর্মী গ্রেপ্তার, নিন্দা

উপজেলা প্রতিনিধি, খালিয়াজুরী (নেত্রকোনা)

নেত্রকোনায় জামায়াতে ইসলামীর এক কর্মীকে আওয়ামী লীগের নেতা সাজিয়ে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার তাকে খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এ গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে উপজেলা জামায়াত।

গ্রেপ্তার জামায়াতকর্মী হলেন রোমান মিয়া (২৫)। তাকে পাঁচহাট বাজারে থাকা তার ব্যাবসাপ্রতিষ্ঠান বিসমিল্লাহ মেডিকেল হল থেকে গ্রেপ্তার করা হয়। তিনি পাঁচহাট গ্রামের সাহেব আলীর ছেলে।

রোমানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে খালিয়াজুরী উপজেলা জামায়াত। উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন নিন্দা জানিয়ে বিবৃতিতে বলেন, রোমান ২০২৪ সালের ৯ ডিসেম্বর জামায়াতে যোগ দেন। অথচ তাকে ২০২৫ সালের জুলাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে করা রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সে মামলায় তার নাম না থাকলেও কেবল জাতীয় সংসদ নির্বাচনে সে জামায়াতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নির্বাচনের আগে মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে দিয়ে বিশেষ একটি দলের পক্ষে সুবিধা করে দেওয়ার লক্ষ্যেই এই গ্রেপ্তার অভিযান বলে আমরা মনে করি। জুলাই গণঅভ্যুত্থানের পরও জামায়াত কর্মীদের এভাবে গ্রেপ্তারে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরো বলেন, পুলিশ প্রশাসনকে এভাবে জামায়াত কর্মীদের আওয়ামী লীগের লোক বলে গ্রেপ্তার করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। প্রশাসন নিরপেক্ষ না থাকলে আগামী নির্বাচন ফ্যাসিস্ট হাসিনার নির্বাচনের মতোই প্রশ্নবিদ্ধ হবে এবং পুলিশসহ প্রশাসন তাদের গ্রহণযোগ্যতা হারাবে।

খালিয়াজুরী থানার ওসি নাসির উদ্দীন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গত বছরের একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

সরিষাবাড়ীতে নাশকতার মামলায় কৃষক লীগ নেতা গ্রেপ্তার

দিপু দাস হত্যা মামলায় আরো দুই আসামি গ্রেপ্তার

নেত্রকোনা-৪ আসনে স্বামী-স্ত্রী উভয়ই সংসদ সদস্য প্রার্থী

গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা শফিকুল ইসলামের ইন্তেকাল

ভালুকায় পোশাক কারখানায় সহকর্মীর গুলিতে নিহত আনসার সদস্য

মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন সেই জামায়াত নেতা

বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী

বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

হাওর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার