হোম > সারা দেশ > ময়মনসিংহ

মাদারগঞ্জে আমানতকারীদের উপজেলা পরিষদ ঘেরাও

হাতিয়ে নেওয়া ৭২০ কোটি টাকা ফেরতের দাবি

খাদেমুল ইসলাম, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিভিন্ন সমবায় সমিতি থেকে আমানতের টাকা ফেরত পেতে গ্রাহকেরা উপজেলা পরিষদ ঘেরাও করে প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। প্রতারিত গ্রাহকেরা দীর্ঘদিন পর আমানতের টাকা ফেরতের দাবিতে নতুন করে আন্দোলন শুরু করেছেন।

গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দ্বিতীয় দিনের মতো সমবায় সমিতির কয়েক হাজার আন্দোলনকারী উপজেলা পরিষদ ঘেরাও করে সব দপ্তরের কার্যক্রম বন্ধ করে দেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দপ্তর ছেড়ে যেতে বাধ্য করা হয়। ফলে সেবা পেতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে সেবাগ্রহীতাদের। গত মঙ্গলবার থেকে তারা এ কর্মসূচি শুরু করেছেন। এর আগে তারা সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ ও উপজেলা পরিষদ ঘেরাওসহ তারা নানা কর্মসূচি পালন করেছেন। আশ্বাস পাওয়ায় একপর্যায়ে আন্দোলন স্থগিত রাখলেও প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় আবারও আন্দোলনে নেমেছেন ভুক্তভোগীরা।

মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটির ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে ভুক্তভোগীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। জেলা সমবায় দপ্তরের তথ্যমতে, মাদারগঞ্জের ২৩টি সমবায় সমিতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এসব সমিতির গ্রাহকসংখ্যা ৩২ হাজার ৪২৪ জন এবং আত্মসাৎ করা টাকার পরিমাণ ৭২০ কোটি ৫৩ লাখ ১৯ হাজার ১৫০।

ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, প্রবাসী, দিনমজুর, পোশাক শ্রমিক ও চাকরিজীবীসহ সমাজের প্রায় সব শ্রেণি-পেশার মানুষ। অভিযোগ রয়েছে, বিগত সরকারের আমলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজমের মদদে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা সমবায়ের নিবন্ধন নিয়ে অবৈধ ব্যাংকিং কার্যক্রম চালান। পাশাপাশি জামায়াতের নেতারাও একইভাবে সমবায়ের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। পরে জামায়াত থেকে তাদের বহিষ্কার করা হলেও ক্ষতিগ্রস্ত মানুষ ফিরে পাননি তাদের ঘামঝরা টাকাগুলো। প্রতারণার এই দৌরাত্ম্যে উপজেলাজুড়ে সৃষ্টি হয় ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়। মাদারগঞ্জে সাত ক্যাটাগরিতে ১৮১টি সমবায় সমিতির নিবন্ধন দেওয়া হয়েছে। সাত ক্যাটাগরির সমবায় সমিতির মধ্যে বহুমুখী সমবায় সমিতি রয়েছে ২৮টি, সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি ৩১টি, ব্যবসায়ী সমবায় সমিতি ২৫টি, কৃষি সমবায় সমিতি ৭৯টি, শ্রমজীবী সমবায় সমিতি ১৩টি, মহিলা সমবায় সমিতি একটি এবং মৎস্য সমবায় সমিতি চারটি।

এর মধ্যে ৭৪টি সমিতির কার্যক্রম প্রায় বন্ধ। জেলা সমবায় কার্যালয় ২৩টি সমিতিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। ইতোমধ্যে সিআইডি মানি লন্ডারিং মামলায় আল-আকাবা সমবায়ের পরিচালকদের প্রায় ৪০০ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে, যার মধ্যে রয়েছে গাজীপুরে আলফা ড্রেসওয়ার গার্মেন্টস, জামালপুরে আলফা ইটভাটা, ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকায় ৯টি প্লটসহ মোট ৩ হাজার ১১৩ শতাংশ জমি।

আমানতকারীরা জানান, তারা দুই বছর ধরে তাদের টাকা আদায়ের জন্য আন্দোলন করছেন। গত ১৫ অক্টোবর শতদলের চেয়ারম্যান মোস্তাফিজুর আমানতের টাকা পরিশোধের জন্য এক কোটি পাঁচ লাখ টাকার একখণ্ড জমি বিক্রি করেছেন। তারা জানান, অনেক আমানতকারী টাকা ফেরত না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন। সমিতির পরিচালকরা টাকা দিচ্ছেন; কিন্তু সেই টাকাও আমানতকারীদের মধ্যে বিতরণ না করে থানার ভল্টে রাখা হচ্ছে। ভল্টের একটি করে চাবি শতদলের চেয়ারম্যান ও আমানত উদ্ধার কমিটির সদস্যদের কাছে আছে। এতে অনেকের মধ্যে সন্দেহের সৃষ্টি হচ্ছে।

নামমাত্র নিবন্ধন নিয়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এসব সমবায় প্রতিষ্ঠান ব্যাংকের চেয়ে বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের সঞ্চিত অর্থ হাতিয়ে নেয়। শুরুর দিকে নিয়মিত মুনাফা প্রদান করে গ্রাহকের আস্থা অর্জন করলেও ধীরে ধীরে প্রতিষ্ঠানগুলো একে একে অফিস বন্ধ করে দেয়। বর্তমানে অধিকাংশ কার্যালয়ে ঝুলছে তালা।

আমানত উদ্ধার কমিটির আহ্বায়ক শিবলুল বারী বলেন, কয়েক বছর ধরে আন্দোলন চললেও প্রশাসনের ভূমিকা সন্দেহজনক। মনে হচ্ছে, সমবায় সমিতিগুলোর মালিকপক্ষের সঙ্গে প্রশাসনের যোগসাজশ রয়েছে। যারা দায়ী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনকি গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও কেউ গ্রেপ্তার হননি। টাকা ফেরতের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ বলেন, ‘উপজেলা পরিষদের সব সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে। এটা প্রায়ই হচ্ছে। সেবাগ্রহীতারা কোনো অফিসে ঢুকতে পারছেন না। এতে সেবাগ্রহীতাসহ আমরাও ভোগান্তির মধ্যে রয়েছি। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

মাদক, জুয়া ও চাঁদাবাজদের ঠাঁই গফরগাঁওয়ে হবে না

৪৯তম বিশেষ বিসিএসের শিক্ষা ক্যাডারে প্রথম পাকুন্দিয়ার রাসেল

ফুলবাড়ীয়ায় বাসে অগ্নিসংযোগ: আ.লীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জে বিএনপিতে দেড় শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর যোগদান

বাসে তিন দুর্বৃত্তের আগুনে জুলহাসের স্বপ্ন পুড়ে ছাই

যাত্রীবাহী ট্রেনে আগুন, ময়মনসিংহ-নেত্রকোনায় বন্ধ ট্রেন চলাচল

ময়মনসিংহে বাসে দুর্বৃত্তের আগুন, পুড়ে মরলেন ঘুমন্ত চালক

ধাওয়া-পাল্টা ধাওয়া হামলা ভাঙচুর, পরিস্থিতি থমথমে

নবাবগঞ্জে ৪২ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, সংকটে প্রাথমিক শিক্ষাব্যবস্থা

অযত্নে অরক্ষিত থাকায় বেহাল দশা স্মৃতিসৌধ, শুকানো হচ্ছে গরুর গোবর