নেত্রকোনার মদনে প্রভাবশালী যুবলীগ নেতা জামাল মিয়া ওরফে জামাল পাশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তার নিজ বাড়িতে থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত জামাল পাশা মাঘান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং কাতলা গ্রামের মৃত আক্তার উদ্দিনের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে তার এলাকার জলমাহাল, টিআর, কাবিখা বা কাবিটা কর্মসূচিসহ বেড়িবাঁধ নির্মাণে একক আধিপত্য ছিলো তার।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মদন থানার এসআই ফয়সাল আহমেদ ও এসআই খোরশেদ আলমের নেতৃত্বে জামাল পাশাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে মদন থানায় বিস্ফোরক দ্রব আইনে একটি মামলা থাকায় তাকে আটক করা হয়েছে।
মদন থানার ওসি হাসনাত জামান জানান, জামাল মিয়া আলোচিত যুবলীগ নেতা। বিস্ফোরক দব্য আইনে মামলায় তাকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানো প্রক্রিয়াধীন।