হোম > সারা দেশ > ময়মনসিংহ

নিজ ঘরের বিছানায় হাত-মুখ বাঁধা কৃষকের গলাকাটা লাশ

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

নেত্রকানায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে হাত-মুখ ও পা বাঁধা অবস্থায় জবাই করা হেলাল উদ্দিন (৬০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে ঘটনাটি ঘটে নেত্রকোনার সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের নারিয়াপাড়া গ্রামে। নিহত হেলাল ওই গ্রামের মৃত আশ্রাব আলীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, শনিবার রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে হেলাল উদ্দিন নিজ শয়নকক্ষে নিজের বিছানায় ঘুমাতে যান। একই ঘরে মাঝখানে একটি পর্দা টানিয়ে অন্য একটি খাটে তার স্ত্রী বেদেনা আক্তার (৪৩) ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৪টার দিকে ঘুম থেকে উঠে স্ত্রী তার স্বামীকে মুখ ও পা বাঁধা এবং গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। এসময় আশপাশের লোকজন ছুটে এসে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রোববার সকালে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। এ সময় জেলা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে উপস্থিত থেকে আলামত সংগ্রহ করেন।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার জানান, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের স্ত্রীর বক্তব্যে কিছু অসঙ্গতি পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা-গুলিবর্ষণ, বিএনপির সাবেক এমপি কারাগারে!

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

হাদি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি

ধর্মের মুখোশে ময়মনসিংহে দিপু দাসকে পরিকল্পিত হত্যা

জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল সারা দেশ

ফুলবাড়ীয়ায় মা-ছেলের মনোনয়ন ফরম সংগ্রহ, মিশ্র প্রতিক্রিয়া

হাদির খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবিতে শেরপুরে বিক্ষোভ

পোশাক খোলার ভিডিও ভাইরাল, জানা গেল নেপথ্যের ঘটনা

অধ্যাপক জসিম উদ্দিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

হাদির ওপর গুলি: নালিতাবাড়ী সীমান্তে ফিলিপের ২ সহযোগী আটক