গুরুতর অসুস্থ চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও নেক হায়াত কামনা করে পবিত্র কুরআন খতম করেছে বারইহাটি এ বি আর দারুল কুরআন মাদ্রাসার হিফজ বিভাগের শতাধিক কোমলমতি শিক্ষার্থীরা।
এছাড়াও আঙ্গারী ফাজিল মাদ্রাসা মাঠে হাজারো জনতার উপস্থিতিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পাগলা থানা বিএনপির আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা এই কুরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।
কুরআন খতমের পর বেগম খালেদা জিয়ার সুস্থতা ও নেক হায়াত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে বিকেলে আঙ্গারী ফাজিল মাদ্রাসা মাঠে হাজারো জনতার উপস্থিতিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ প্রসঙ্গে ডা. রানা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলমত নির্বিশেষে সকলের ভালোবাসায় সিক্ত। তিনি সবসময় ইসলামকে সম্মান করতেন, সম্মান করতেন হক্কানি আলেমদেরকে। এজন্য তার প্রতি শ্রদ্ধা থেকেই দেশের মানুষ দোয়া করছেন।
এ সময় দোয়া ও মোনাজাতে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।