হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে আদালত। বুধবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক বলেন, ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী এলাকায় ১১ বছর বয়সী মেয়েশিশু তার নিজ বাড়ি থেকে নানা বাড়িতে খাবার নিয়ে যাওয়ার সময় একই এলাকার জামাত আলীর ছেলে গোলাম মোস্তফার সহযোগীতায় আজমেশ আলীর ছেলে আইজুর হোসেন ওই শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন।

ঘটনার চারদিন পর নির্যাতনের শিকার শিশুটির চাচা লালু সেখ বাদী হয়ে ওই দুইজনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন।

২০০৪ সালের ১৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় ৭ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বিশ বছর পর আজ রায় ঘোষণা করেন আদালত।

রায়ে অভিয্ক্তু আসামী আইজুর হোসেন ও গোলাম মোস্তফাকে যাবজ্জীবন কারাদণ্ড ও একইসাথে আইজুর হোসেনকে এক লাখ ও গোলাম মোস্তফাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তবে আসামীরা পলাতক রয়েছে। জরিমানার অর্থ ভূক্তভোগীকে প্রদানের আদেশ দেয়া হয়।

বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি অ্যাডভোকেট মো. ফজলুল হক, তবে আসামী পক্ষে কোনো আইনজীবী আদালতে দাড়ায়নি।

ডিজির সঙ্গে অশোভন আচরণের পেছনে ডা. ধনদেবের ষড়যন্ত্র ফাঁস

প্রার্থীদের গণসংযোগে জমে উঠেছে নির্বাচনি মাঠ

শীতজনিত রোগে হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্ক রোগী

উন্নয়নের ছোঁয়া লাগেনি শেরপুর বিসিক শিল্পনগরীতে

মমেক হাসপাতালে স্বাস্থ্যের ডিজিকে ধমকালেন চিকিৎসক

স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণ, ডা. ধনদেবকে বহিষ্কারের নির্দেশ

দেশের মানুষের মুখে ৫৪ বছরে হাসি ফুটেনি: অধ্যাপক মুজিবুর

ইউএনও হিসেবে যোগদান করলেন সাবেক লাক্স সুন্দরী সোহানিয়া

ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদারমুক্ত দিবস পালিত

মদন প্রেসক্লাবে আপসহীন নেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া