হোম > সারা দেশ > ময়মনসিংহ

চালককে গলাকেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহে চালককে গলাকেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর ভাটি বাড়েরা বাইপাস এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহত মাসুদ মিয়া (৩৮) ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান এলাকার খোরশেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে ময়মনসিংহ শহরের আকুয়া এলাকার একটি গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হন মাসুদ মিয়া। রাত সাড়ে ১০টার দিকে নগরীর ভাটি বাড়েরা বাইপাস রোডে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর রাত ২টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল ও মর্গ থেকে আলামত সংগ্রহ করে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাসুদ মিয়াকে বাড়েরা এলাকার বাইপাস সড়ক থেকে নটরডেম কলেজ সড়কের পাশে নির্জন স্থানে নিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তারা তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মাসুদ দৌড়ে বাইপাস সড়কে এসে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান। হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

ডিসি যখন ছাত্রের ভূমিকায়

করিমগঞ্জে পিতা হত্যার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

ময়মনসিংহে হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ

বকশীগঞ্জে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

ত্রিশালে দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত

খুচরা সার বিক্রেতা নীতিমালা ২০০৯ বহাল রাখার দাবিতে মানববন্ধন

তিন সপ্তাহ ধরে বন্ধ জারিয়া লোকাল ট্রেন, ভোগান্তিতে হাজারো যাত্রী

৫০০ বছরের পুরোনো মসজিদটির সংস্কার প্রয়োজন