হোম > সারা দেশ > ময়মনসিংহ

মাদারগঞ্জে ১৮ ঘণ্টা পর আরেক শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ ১

উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঝিনাই নদীতে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু ও ২ শিশু নিখোঁজের ঘটনার ১৮ ঘণ্টা পর কুলসুম (৮) নামে আরও এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এতে সহোদর ভাই-বোনসহ মোট ৪ শিশুর মরদেহ উদ্ধার হলো। কুলসুম উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানী আমতলী গ্রামের আজাদ মিয়ার মেয়ে।

এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে বৈশাখী (১০) নামে আরেক এক শিশু। শনিবার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সিধুলী ইউনিয়নের চরভাটিয়ানী আনোয়ার সরকার বাড়ির ঘাট এলাকায় ঝিনাই নদী থেকে কুলসুমের লাশ উদ্ধার করা হয়।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন জানান, গতকাল ৩ শিশুর মরদেহ উদ্ধারের পর নিখোঁজ আরও ২ শিশুকে উদ্ধার করতে দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর শনিবার সকাল ১১টার দিকে আরেক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বাকি এক শিশুরও সন্ধান চলমান আছে।

উল্লেখ্য, শুক্রবার বিকালে ঝিনাই নদীতে ৬ শিশু একসঙ্গে গোসল করতে যায়। তাদের মধ্যে ইয়াসিন নামের এক শিশু সাঁতরে তীরে উঠতে পারলেও অপর ৫ শিশু নদীতে ডুবে যায়। পরে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা তাদের খুঁজতে উদ্ধার অভিযান চালায়।

অভিযানের একপর্যায়ে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানী মধ্যপাড়া গ্রামের দুদু মিয়ার দুই সন্তান পলি আক্তার (১২) ও আবু হোসেন (০৮) এবং সরিষাবাড়ী উপজেলার বাউশী গ্রামের নূর ইসলামের মেয়ে সায়েবা আক্তারের (০৮) লাশ উদ্ধার করা হয়। ৫ শিশুর মধ্যে চর ভাটিয়ানী আমতলী গ্রামের আজাদ মিয়ার মেয়ে কুলসুম (৮) ও অপর শিশু বৈশাখী (১০) নিখোঁজ থাকে। সন্ধ্যা নেমে পড়ায় ওই দিনের মতো উদ্ধারকাজ সমাপ্ত করে ফায়ার সার্ভিস।

নেত্রকোনায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

জমি অধিগ্রহণ জটিলতায় ত্রিশালে খিরু নদীতে সেতুর কাজ বন্ধ

ঝিনাই নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, নিখোঁজ দুই

শেরপুরে পাগলা শিয়ালের কামড়ে ২২ জন আহত

সেই প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট শুরু, বিএনপি নেতার হুমকি

কাজ না করেই প্রাথমিক বিদ্যালয়ের মাঠ উন্নয়নে বরাদ্দের টাকা আত্মসাৎ

ভৈরবকে জেলা করার দাবিতে রেলপথ অবরোধ, হামলার ঘটনায় মামলা

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

জামালপুরে সড়কে প্রাণ গেল ২ শিক্ষার্থীসহ ৩ জনের

ঢ্যাঁড়শ গাছ থেকে মিলছে পাটের মতো আঁশ