হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঢ্যাঁড়শ গাছ থেকে মিলছে পাটের মতো আঁশ

কামাল উদ্দিন, গৌরীপুর (ময়মনসিংহ)

ময়মনসিংহের গৌরীপুরে ঢ্যাঁড়শ গাছ থেকে পাটের মতো আঁশ উৎপাদনের দাবি করেছেন স্থানীয় কৃষক আব্দুল মোতালিব। এ আঁশ দেখতে পাটের আঁশের মতো শক্ত ও ব্যবহার উপযোগী। এ ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।

বর্গাচাষি আব্দুল মোতালিব গৌরীপুর পৌর এলাকার সতিষা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। ঢ্যাঁড়শ গাছের এ আঁশ দেখতে দূর-দূরান্ত থেকে উৎসুক জনতা তার বাড়িতে এসে ভিড় করছেন।

আব্দুল মোতালিব জানান, মাত্র ১ শতাংশ জমিতে প্রায় ১৫০ ঢ্যাঁড়শ গাছের বীজ বপন করেছিলেন তিনি। সেখানে শতাধিক গাছ বড় হওয়ার পর প্রথম দফায় প্রায় ৩৫ কেজি ঢ্যাঁড়শ বিক্রি করেন। পরে ভারী বর্ষণের ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ঢ্যাঁড়শ গাছগুলো মারা যায়। তখন প্রতিবেশী মফিজ উদ্দিনের সঙ্গে কথা বলে তিনি লম্বা ঢ্যাঁড়শ গাছগুলো পাটের মতো পানিতে ডুবিয়ে রাখেন। এক সপ্তাহ পর ঢ্যাঁড়শ গাছের পচা ছাল পাটের আঁশের মতো ছাড়িয়ে রোদে শুকান।

তিনি বলেন, শুকানোর পর দেখি ঢ্যাঁড়শের আঁশ পাটের আঁশের চেয়ে সুন্দর হয়েছে। প্রায় ৮ থেকে ৯ ফুট লম্বা হওয়ায় প্রতিটি গাছ থেকে অনেক আঁশ পাওয়া গেছে। প্রায় সাড়ে তিন কেজি আঁশ পেয়েছি। এগুলো দড়ি ও পাটজাতীয় পণ্য তৈরিতে ব্যবহার করা যায়।

আঁশগুলো অনেক শক্ত দাবি করে মোতালিব বলেন, আঁশের তৈরি রশি নিয়ে আমরা অনেকেই টানাটানি করেছি, ছেঁড়া যায়নি। ফলে পাটের আঁশের মতো ঢ্যাঁড়শের আঁশও বাজারজাত করা সম্ভব।

প্রতিবেশী মফিজ উদ্দিন বলেন, আমরা শুনেছি ঢ্যাঁড়শের পাট হয়েছে। এখন দেখি ঢ্যাঁড়শের আঁশ দেখতে পাটের আঁশের মতোই। পাট দিয়ে রশি বানিয়ে দেখেছি, চমৎকার রশি হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জলি বলেন, ঢ্যাঁড়শের আঁশ দেখলাম। আঁশ দিয়ে তৈরি দড়িও দেখলাম; অনেক শক্ত, যা পাটের মতো ব্যবহারযোগ্য। হাইব্রিড প্রজাতির কিছু ঢ্যাঁড়শ আছে ৮ থেকে ১০ ফুট লম্বা হয়। এ জাতের ঢ্যাঁড়শ গাছে ডালপালা কম হয়। ওই ঢ্যাঁড়শ গাছ থেকে ছাল ছাড়িয়ে কৃষক আব্দুল মোতালিব নতুন রেকর্ড সৃষ্টি করেছেন। আমরা বিষয়টি নিয়ে নতুনভাবে কাজ শুরু করব। এটা সফল হলে ঢ্যাঁড়শ গাছ থেকে সবজির পাশাপাশি পাটের মতো বহুমাত্রিক ব্যবহার ও উপকারিতা যোগ হতে পারে।

উপসহকারী কৃষি কর্মকর্তা উবায়েদ উল্লাহ নূরী বিস্ময় প্রকাশ করে বলেন, ঢ্যাঁড়শ গাছ থেকে পাটের আঁশের মতো আঁশ উৎপাদন করা যায়Ñআমি এটা প্রথম দেখলাম। কৃষক আব্দুল মোতালিব স্বপ্রণোদিতভাবে এ কাজটি করে সফল হয়েছেন।

আ.লীগ নেতার কবর জিয়ারতে জামায়াত প্রার্থী

২২ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ডিসি যখন ছাত্রের ভূমিকায়

চালককে গলাকেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই

করিমগঞ্জে পিতা হত্যার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

ময়মনসিংহে হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ

বকশীগঞ্জে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

ত্রিশালে দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত