হোম > সারা দেশ > ময়মনসিংহ

ইউএনও হিসেবে যোগদান করলেন সাবেক লাক্স সুন্দরী সোহানিয়া

আমার দেশ অনলাইন

সাবেক লাক্স সুন্দরী সোহানিয়া

সাবেক লাক্স সুন্দরী ও প্রশাসন ক্যাডারের তরুণ কর্মকর্তা তানজিয়া আঞ্জুম সোহানিয়া নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে সমন্বয় ও সংসদ বিভাগে দায়িত্ব পালন করছিলেন।

তানজিয়া আঞ্জুম সোহানিয়া ২০১০ সালে চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নেন এবং সেখানকার সেরা দশে জায়গা করে নেন। পাশাপাশি তিনি ‘ক্লোজআপ মিস বিউটিফুল স্মাইল’ ক্যাটাগরির পুরস্কারও অর্জন করেন। যদিও শোবিজে কয়েকটি কাজ করেছিলেন, নিয়মিত হননি। উচ্চশিক্ষার প্রতি মনোযোগ ও ব্যস্ততা তাকে কর্মজীবনের দিকে বেশি মনোযোগী করে তোলে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই মেধাবী শিক্ষার্থী ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে গেজেটপ্রাপ্ত হন। ২০১৯ সালের ২০ মার্চ প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে প্রশাসন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দ্বিতীয় ধাপে ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিয়েছে সরকার। নীলফামারীর ছয়টি উপজেলার মধ্যে তিনটিতে করা হয়েছে এই রদবদল, যার একটি কিশোরগঞ্জ উপজেলা।

ব্যক্তিজীবনে তানজিয়া আঞ্জুম সোহানিয়ার বাবা ডা. আজিজুল হক খান একজন সরকারি কর্মকর্তা এবং মা সালমা সুলতানা একজন গৃহিণী। ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী-৫ম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন, জাতীয় পর্যায়ে গান, নাচ ও অভিনয়ে পুরস্কার লাভ, কাব স্কাউটে রানার্স আপ-সবই যুক্ত হয়েছে তার সাফল্যের ঝুলিতে।

টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ এবং কুমুদিনী সরকারি কলেজ থেকে এইচএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জনের পর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। সেখান থেকেই শুরু হয় তার প্রশাসনিক ক্যারিয়ারের যাত্রা।

দেশের মানুষের মুখে ৫৪ বছরে হাসি ফুটেনি: অধ্যাপক মুজিবুর

ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদারমুক্ত দিবস পালিত

মদন প্রেসক্লাবে আপসহীন নেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

ময়মনসিংহে আটদলীয় জোটের সমাবেশ কাল

ময়মনসিংহের স্কুলগুলোতে চরম অস্থিরতা, উদ্বেগে শিক্ষার্থী-অভিভাবক

গফরগাঁওয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

ময়মনসিংহে ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ করবে জামায়াতসহ ৮ দল

জামায়াত নেতার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতঘর পুড়ে ছাই

বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শীতবস্ত্র বিতরণ