হোম > সারা দেশ > ময়মনসিংহ

স্ত্রীর সামনেই ট্রাকচাপায় প্রাণ হারালেন স্বামী

উপজেলা প্রতিনিধি, ধনবাড়ী (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মধুপুরে স্ত্রীর সামনেই ট্রাকচাপায় স্বামী নিহত হয়েছেন। এ ঘটনায় স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে মধুপুরের রূপালী ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আপন (২৪)। তার আহত স্ত্রীর নাম ফারজানা বেগম (১৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আপন ও তার স্ত্রী ফারজানা বেগম মোটরসাইকেলযোগে ঢাকার গাজীপুর থেকে জামালপুরের সরিষাবাড়ী গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। মধুপুরের রূপালী ফিলিং স্টেশনে পৌঁছালে তারা জামালপুরগামী একটি ট্রাককে ওভারটেক করার সময় এ দুর্ঘটনাটি ঘটে। ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক আপন ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার স্ত্রী ফারজানা বেগম ছিটকে পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে মধুপুর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা নিহত আপনের মরদেহ উদ্ধার করে এবং আহত ফারজানা বেগমকে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পাশাপাশি পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসে। তবে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ট্রাকচালক পালিয়ে যায়।

নিহত আপন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মূলবাড়ী এলাকার রবিউল ইসলামের ছেলে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে নিহত আপনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আধুনিক অঞ্চল হিসাবে গফরগাঁওকে গড়ে তুলতে চাই

জামালপুরে বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্ব: আলী রীয়াজ

ভালুকায় কার্টনে মিলল নবজাতকের লাশ

এবার ইউএনওকে শাসালেন বিএনপি নেতা

ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদায়, প্রতিবাদ করায় অভিভাবক লাঞ্ছিত

মমেক হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন বাবরের স্ত্রী শ্রাবণী

নেত্রকোনায় যুবলীগ নেতা গ্রেপ্তার