হোম > সারা দেশ > ময়মনসিংহ

পড়ালেখা নিয়ে বকাঝকা করায় স্কুলছাত্রের আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জে লেখাপড়া নিয়ে শাসন করায় শাকিল (১৪) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শাকিল ওই এলাকার শাহালী মণ্ডলের ছেলে। সে বালিজুড়ী এফ. এম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, লেখাপড়ায় তেমন মনোযোগী ছিল না শাকিল। এ নিয়ে বাবা শাহালী মণ্ডল ও মা জাহিনুর বেগম তাকে বকাঝকা করে। এতে সে অভিমান করে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে ফেলে। পরে গুরুতর অবস্থায় স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকরা তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করেন। পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে শাকিলের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুঞ্জুরুল বারী রাকিব বলেন, সোমবার সন্ধ্যার দিকে গুরুতর অবস্থায় শাকিলকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আমরা তাকে বাঁচানোর সব চেষ্টা করেছি। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর হাসপাতালে রেফার করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আধুনিক অঞ্চল হিসাবে গফরগাঁওকে গড়ে তুলতে চাই

জামালপুরে বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্ব: আলী রীয়াজ

ভালুকায় কার্টনে মিলল নবজাতকের লাশ

এবার ইউএনওকে শাসালেন বিএনপি নেতা

ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদায়, প্রতিবাদ করায় অভিভাবক লাঞ্ছিত

মমেক হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন বাবরের স্ত্রী শ্রাবণী

নেত্রকোনায় যুবলীগ নেতা গ্রেপ্তার