হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ-১০ আসনে বিএনপির ৪ বিদ্রোহীসহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

ছবি: আমার দেশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ১১ জন প্রার্থীর মধ্যে বিএনপির ৪জন বিদ্রোহী প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে ৬জন প্রার্থীকে।

রোববার (৪ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান এ ঘোষাণা দেন।

একই সাথে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু ও জামায়াতে ইসলামীর প্রার্থী ইসমাইল হোসেন সোহেল, গণসংহতি আন্দোলনের শামসুল আলম, জাতীয় পার্টির আল আমীন সুহান, এলডিপির মাহবুব মুর্শেদ, সিপিবির সাইফুস সালেহীনের মনোয়ন বৈধ ঘোষনা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ১% ভোটারের সমর্থন না পাওয়ায় বিএনপির বিদ্রোহী প্রার্থী আলমগীর মাহমুদ আলম, মুশফিকুর রহমান, এ্যাডভোকেট আল ফাতাহ খান ও মতিউর রহমানের (স্বতন্ত্র) মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়াও অপর বিএনপির অপর বিদ্রোহী প্রার্থী এবি সিদ্দিকুর রহমানেরও মনোনয়ন বাতিল হয় ১% ভোটারের সমর্থনের সত্যতা না পাওয়ায়।

জানতে চাইলে বাতিল হওয়া প্রার্থী ও তাদের নেতৃবৃন্দ জানান, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করা হবে।

বৈষম্যবিরোধী ৩০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

জামালপুর-৩ আসনে জামায়াতসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

জামালপুর-৩ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থীকে ইসির শোকজ

শেরপুরে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৫

নেত্রকোণার পাঁচটি আসনে ২২ জনের মনোনয়ন বৈধ, বাতিল ৫ ও স্থগিত ৩

জামালপুরে জামায়াতের প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন বাতিল

বিদেশ নয়, দেশের মাটিতেই মৃত্যু চেয়েছিলেন জুলাইযোদ্ধা শফিক

আ.লীগ নেতা সাজিয়ে জামায়াতকর্মী গ্রেপ্তার, নিন্দা

শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

সরিষাবাড়ীতে নাশকতার মামলায় কৃষক লীগ নেতা গ্রেপ্তার