হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে ব্রিজের অভাবে ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের ভালুকবেড় ও মমরোজপুর গ্রামের মাঝখানে ডয়কা নদীর ওপর ৩০ মিটার দীর্ঘ একটি ব্রিজের অভাবে যুগ যুগ ধরে ভোগান্তিতে রয়েছে ১০টি গ্রামের হাজারো মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন নারী ও শিশুরা। আশ্বাসে আশ্বাসে কেটে গেছে ৫০ বছর। তারপরও একটি ব্রিজ হয়নি এখানে।

ব্রিজ না থাকায় এই রাস্তায় চলে না কোনো যানবাহন। শিক্ষাপ্রতিষ্ঠান বা বাজারে যেতে হয় কয়েক কিলোমিটার হেঁটে। যানবাহনে যেতে চাইলে ঘুরতে হয় অতিরিক্ত আরো কয়েক কিলোমিটার পথ। ফসল ও পণ্য পরিবহনে সময় এবং খরচও লাগে অনেক।

সরেজমিন দেখা যায়, একটি নড়বড়ে সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন নারী, শিশু, শিক্ষার্থীসহ শত শত মানুষ। যেকোনো সময় সাঁকোটি ভেঙে ঘটতে পারে দুর্ঘটনা।

‘আমার দেশ’-কে এলাকাবাসী বলেন, দ্রুত এখানে একটি ব্রিজ করে দেওয়া হয় হোক, এটিই আমাদের দাবি।

ভালুকবেড় পশ্চিমপাড়ার আব্দুল মান্নান বলেন, ‘এখানে রাস্তা আছে ব্রিজ নেই। ব্রিজ না থাকায় কোনো যানবাহন চলে না। আমাদের হেঁটে চলাচল করতে হয়। কয়েক কিলোমিটার ঘুরে বাজারে মালামাল পরিবহন করতে হয়। বর্ষাকালে হাঁটারও সুযোগ থাকে না। সোহাগী বাজার বা স্কুল-কলেজে যেতে কয়েক কিলোমিটার পথ ঘুরে যেতে হয়। এতে সময় ও অর্থের অপচয় হয়।

এখানে ব্রিজ হলে সোহাগী বাজার ও গৌরীপুর উপজেলার পাছার বাজারের মধ্যে দূরত্ব অনেক কমে যেতো। ব্যবসা-বাণিজ্য সহজ হতো। ভালুকবেড়, বড়ইবাড়ি, টেঙ্গাপাড়া, ভালুকাপুর, জিগাতলা, সোহাগীপাড়া, মমরোজপুর, বৃকাঁঠালিয়া ও বগাপুতাসহ ১০-১২টি গ্রামের মানুষ উপকৃত হতো।’

স্থানীয় হেলাল মিয়া বলেন, ‘প্রতিটি নির্বাচনের আগে প্রার্থীরা ব্রিজ করে দেয়ার আশ্বাস দেন। পরে আর কেউ কথা রাখেন না।’

এ বিষয়ে সোহাগী ইউপি চেয়ারম্যান কাদির আহাম্মেদ ভূঁইয়া জানান, ইউনিয়ন পরিষদ থেকে ব্রিজ করার মতো বরাদ্দ নেই। উপজেলা পরিষদের পক্ষ থেকে এখানে ব্রিজ নির্মাণের কোনো উদ্যোগ আছে কিনা সেটিও তার জানা নেই।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার ছুটিতে থাকায় তার সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।

উপ-সহকারী প্রকৌশলী মো. সারোয়ার আলম সৌরভ বলেন, উপজেলার যেসব জায়গায় সাঁকো রয়েছে সেখানে ব্রিজ বা কালভার্ট নির্মাণের প্রকল্প ঢাকায় হেড অফিসে পাঠিয়েছি। সেখান থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি।

/এফ/

জামালপুরে পাঁচটি সংসদীয় আসনে ৩১ প্রার্থীর প্রতীক বরাদ্দ

আধুনিক অঞ্চল হিসাবে গফরগাঁওকে গড়ে তুলতে চাই

জামালপুরে বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্ব: আলী রীয়াজ

ভালুকায় কার্টনে মিলল নবজাতকের লাশ

এবার ইউএনওকে শাসালেন বিএনপি নেতা

ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদায়, প্রতিবাদ করায় অভিভাবক লাঞ্ছিত

মমেক হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন বাবরের স্ত্রী শ্রাবণী