হোম > সারা দেশ > ময়মনসিংহ

করিমগঞ্জে পিতা হত্যার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় পিতাকে হত্যা মামলার প্রধান আসামি মো. আব্দুল আওয়াল ওরফে বাদল (৪২)-কে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পে এ বিষয়ে এক প্রেস ব্রিফিং করেন কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাদল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও উচ্ছৃঙ্খল স্বভাবের। পারিবারিক কলহের কারণে প্রায়ই স্ত্রীকে শারীরিক নির্যাতন করতেন। এতে অতিষ্ঠ হয়ে তিন মাস আগে স্ত্রী তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে বাদল তার পিতা আ. মালেকের ওপর স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন।

১৬ অক্টোবর বিকালে বাদল তার পিতাকে হুমকি দেন, স্ত্রী-সন্তানদের ফিরিয়ে না আনলে তিনি তাকে খুন করবেন। ১৭ অক্টোবর সকাল ১০টার দিকে বাদী মো. খোকন মিয়ার ঘরে প্রবেশ করে বাদল হাতে থাকা ছুরি দিয়ে পিতার বুকে আঘাত করে পালিয়ে যান।

গুরুতর আহত অবস্থায় মালেককে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেদিনই বিকাল ২টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর নিহতের ছোট ছেলে মো. খোকন মিয়া বাদী হয়ে করিমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, মামলার পর থেকে বাদল পলাতক ছিলেন। ছায়াতদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা তার অবস্থান শনাক্ত করেন। এরপর র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ এবং র‌্যাব-১১, নারায়ণগঞ্জের যৌথ অভিযানে ২২ অক্টোবর বিকাল ৪টা ২০ মিনিটে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাদলকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ডিসি যখন ছাত্রের ভূমিকায়

চালককে গলাকেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই

ময়মনসিংহে হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ

বকশীগঞ্জে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

ত্রিশালে দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত

খুচরা সার বিক্রেতা নীতিমালা ২০০৯ বহাল রাখার দাবিতে মানববন্ধন

তিন সপ্তাহ ধরে বন্ধ জারিয়া লোকাল ট্রেন, ভোগান্তিতে হাজারো যাত্রী

৫০০ বছরের পুরোনো মসজিদটির সংস্কার প্রয়োজন