বগুড়ার শাজাহানপুরে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হাফিজুর রহমান (৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার শাকপালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাফিজুর রহমান বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।
সদরের ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. লাল মিয়া বলেন, রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১ এ দায়ের হওয়া একটি ধর্ষণ মামলায় ২০০২ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। সেই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। কিন্তু আদালতে আত্মসমর্পণ না করে তিনি দেশের বিভিন্ন জায়গায় ছদ্মনাম ও ছদ্মবেশে ঘুরে বেড়িয়ে বরাবরই আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে আসছিলেন। সর্বশেষ তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর গুচ্ছ গ্রামে পরিবার নিয়ে বসবাস করছিলেন।
মামলা সূত্রে জানাযায়, রংপুরের এক তরুণীকে নিয়ে পালিয়ে বিয়ে করেন হাফিজুর। এ ঘটনার পর তরুণীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন। মামলার রায় হওয়ায় যাবজ্জীবন সাজা ঘোষণা হলেও হাফিজুর দীর্ঘদিন পলাতক ছিলেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান বলেন, দীর্ঘ পর্যবেক্ষণ, গোপন অনুসন্ধান ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে অবশেষে হাফিজুর রহমানের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।