হোম > সারা দেশ > রাজশাহী

দেশে প্রথম চালু হচ্ছে আধুনিক সেচব্যবস্থা

হাসানুল বান্না উজ্জ্বল, বড়াইগ্রাম (নাটোর)

বড়াইগ্রামে সেচব্যবস্থায় চালু হয়েছে সেন্টার পিভোট ইরিগেশন সিস্টেম। আমার দেশ

দেশে নাটোরের বড়াইগ্রামে প্রথমবারের মতো আধুনিক সেচব্যবস্থা সেন্টার পিভোট ইরিগেশন সিস্টেম চালু হচ্ছে। আধুনিক পদ্ধতিতে পাইপের সঙ্গে যুক্ত স্প্রিংকলারের মাধ্যমে ওপর থেকে বৃষ্টির মতো সেচ দেওয়া হবে।

অস্ট্রিয়ার কারিগরি সহায়তায় ও কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) পানাসি প্রকল্পের আর্থিক সহযোগিতায় বড়াইগ্রামের ভবানীপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের ইক্ষু খামারে প্রথম বাস্তবায়ন হচ্ছে অত্যাধুনিক এ সেচ প্রকল্প। পরীক্ষামূলক সেচ প্রদান শেষে বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে খামার কর্তৃপক্ষের কাছে প্রকল্পটি হস্তান্তর করা হয়েছে।

গত ২ জানুয়ারি নর্থ বেঙ্গল সুগার মিলের আওতাভুক্ত ভবানীপুর ও মুলাডুলি কৃষি খামারে এ পদ্ধতিতে সেচকাজ শুরু হয়। পাবনা-নাটোর-সিরাজগঞ্জ জেলায় ভূ-উপরিস্থ পানির ব্যবহারের মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি প্রকল্পে তিন কোটি ৯৮ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে অস্ট্রিয়ার বায়ার কোম্পানির সহযোগিতায় এ পাইলট প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান শেরপা পাওয়ার ইঞ্জিনিয়ারিং প্রকল্প দুটি বাস্তবায়নে কাজ করছে। প্রকল্পটিতে চীনের মিস্টার জ্যাক এবং অন্যজন ভিয়েতনামের মিস্টার খোয়া নামে দুজন বিশেষজ্ঞ প্রযুক্তিগত তত্ত্বাবধান ও প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন।

প্রকল্প দুটির মধ্যে বড়াইগ্রামে ইতোমধ্যে কাজ শেষ হলেও ঈশ্বরদীর মুলাডুলি ইক্ষু খামারে কাজ চলমান রয়েছে। এ প্রযুক্তিতে একটি প্রকল্পে একসঙ্গে ১২৫ একর জমিতে সেচ দেওয়া সম্ভব হবে। বড় আকারের কৃষিজমিকে কম সময় ও কম পানি ব্যবহার করে সেচ দেওয়ার এ আধুনিক ব্যবস্থা দেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা সংশ্লিষ্টদের। উপজেলা কৃষি কর্মকর্তা মো. সজীব আল মারুফ বলেন, সুগার মিলের কৃষি খামারে আধুনিক সেচব্যবস্থা স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে একসঙ্গে অনেক জমিতে সেচ দেওয়া সম্ভব হবে।

সনাতন পদ্ধতিতে কৃষকরা মাঠে যে গভীর ও অগভীর নলকূপের মাধ্যমে সেচ দেন, তাতে জমির প্রয়োজনের তুলনায় বেশি পানি দেওয়া হয়। এতে পানির অপচয় হয়। তিনি বলেন, আধুনিক সেচ প্রযুক্তি ব্যবহার করে সেচ দিলে কম খরচে স্বল্প সময়ে একসঙ্গে অনেক জমিতে পানি দেওয়া সম্ভব। এতে পানির অপচয়ও কম হবে। সারা বছর পানি পাওয়া যাবে। এটি কৃষিতে ইতিবাচক পরিবর্তন আনবে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) নাটোরের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, দেশে প্রথম নর্থ বেঙ্গল সুগার মিলের আওতাধীন বড়াইগ্রামের ভবানীপুর কৃষি খামারে সেন্টার পিভোট ইরিগেশন সিস্টেম স্থাপন করা হয়েছে।

এখানে এক কোটি ৯৮ লাখ পাঁচ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন হয়েছে। পানি সাশ্রয়ী সবচেয়ে আধুনিক সেচ প্রযুক্তি এটি। এ পদ্ধতিতে কৃষক অল্প খরচে সেচ সুবিধা পাবেন। বিএডিসির পাবনা রিজিয়নের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ জানান, এ পদ্ধতিতে চাকার সাহায্যে বৃত্তাকারে জমিতে ঘুরে ঘুরে বৃষ্টির ফোটার মতো পানি সেচ দেওয়া হবে। এ সেচ যন্ত্রের মাধ্যমে উঁচুনিচু জমিতে সমানভাবে পানি সরবরাহ করা যায়। ফলে ফসল উৎপাদন ত্বরান্বিত করা সম্ভব হবে। নর্থ বেঙ্গল সুগার মিলের ভবানীপুর খামারের ইনচার্জ মাহাবুব-উল ইসলাম বলেন, এ খামারে মোট ৭০১ একর জমি রয়েছে। তার মধ্যে এ প্রকল্পের আওতায় ১২৫ একর জমিতে সেচ দেওয়া হবে।

নর্থ বেঙ্গল সুগার মিলের জিএম (কৃষি) বাকী বিল্লাহ বলেন, প্রচলিত পদ্ধতির তুলনায় এ পদ্ধতিতে সেচ দেওয়া অনেক সাশ্রয়ী। এতে খামারের প্রায় ২০ একর পতিত জমি ফসলি জমিতে রূপান্তর হবে। নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়া বলেন, দেশে প্রথমবারের মতো এ আধুনিক সেচ ব্যবস্থায় কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে ।

শেরপুরে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ী নিহত, আহত ১

ধামইরহাটে দুর্বৃত্তের আঘাতে কলেজ পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু

চিরকুট লিখে শিশুকে অন্যের কোলে রেখে পালালেন মা, অতঃপর যা হলো

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান: উপদেষ্টা ফারুকী আজম

‘সঠিক জায়গায় সিল দিতে না পারলে আগের সিস্টেম চলে আসবে’

রাজশাহী-১ আসনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী, সম্ভাবনা বাড়ল জামায়াতের

ঘুষ নেওয়ার অভিযোগে গণধোলাইয়ের শিকার পুলিশ সদস্য

মেজর জিয়ার এক ঘোষণাতেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়: দুলু

জামায়াতের নায়েবে আমিরকে কারণ দর্শানোর নোটিশ