রাজশাহী-১
মনোয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
সোমবার বিকেলে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুস সাদাত রত্নার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন ।
মনোয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, জেলা সেক্রেটারী গোলাম মোর্তজা, গোদাগাড়ী উপজেলা আমির মাষ্টার নোমায়ন আলী, আদর্শ শিক্ষক ফেডারেশনের রাজশাহী জেলা সভাপতি ডা.মো.ওবায়দুল্লাহসহ দলীয় নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র জমা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আগামী দিনের সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ নির্মাণে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিতে হবে। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে চাঁদাবাজি, দুর্নীতি ও শোষণমুক্ত দেশ গড়ে তুলতে হবে।
জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বিজয়ী হলে রাজশাহী-১ আসনকে একটি আদর্শ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী এলাকায় পরিণত করা হবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমরা সবাই মিলে যাতে একটি লেভেল প্লেয়িং ফিল্ড করতে পারি তার প্রত্যাশা করছি। এটা নিয়ে আরও কাজ করার আছে। আমরা আশা করছি, নির্বাচন কমিশন এটা নিয়ে কাজ করবে।
এ পর্যন্ত রাজশাহী-১ আসনে যারা মনোনয়নপত্র জমা দিলেন তারা হলেন, অধ্যাপক মুজিবুর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মেজর (অবঃ) শরিফ উদ্দিন (বিএনপি), শাহজাহান (গণ অধিকার পরিষদ), আনিকুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আব্দুর রহমান (এবি পার্টি), আলসজ্জাদ (স্বতন্ত্র), সুলতানুল ইসলাম তারেক (স্বতন্ত্র), মাহফুজুর রহমান (স্বতন্ত্র)।