হোম > সারা দেশ > রাজশাহী

দেশের মানুষ একক ভাবে বিএনপিকেই নির্বাচিত করবে: দুলু

জেলা প্রতিনিধি, নাটোর

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী নির্বাচনে দেশের মানুষ একক ভাবে বিএনপিকেই নির্বাচিত করবে এবং বিএনপি ক্ষমতায় গিয়ে ৩১দফার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়বে।

বৃহস্পতিবার বিকেলে নাটোর সদরের গোকুল নগর পান মোকামে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশের মানুষ গত ১৭ বছর কোন ভোট দিতে পারেনি। মানুষ তাই ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে। জাতি একটা ভালো নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছে। দেশের মানুষ সুষ্ঠু সুন্দর অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন দেখতে চায়।

দুলু আরো বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের গত সাড়ে ১৫ বছর জোর করে এই জাতীর ঘাড়ে চেপে বসে ছিলো। তারা দিনের ভোট রাতে করেছে, আমি আর ডামি ভোট করেছে। সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি। মৃত মানুষকেও হাজির দেখিয়ে শতভাগ উপস্থিতি দেখানোর মতো হাসি তামাশার নির্বাচন করেছে। আওয়ামী লীগ অস্ত্র ক্যাডার মাস্তান দিয়ে গুম খুনের মাধ্যমে ক্ষমতায় টিকে ছিলো। তাই দেশের ছাত্র-জনতা অবৈধ আওয়ামী লীগ সরকারকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়েছে।

স্থানীয় বিএনপি নেতা গোলাম কিবরিয়া বাচ্চুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, শহীদুল্লাহ সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।

কিলিং মিশনের পরবর্তী টার্গেট কি রাকসু জিএস আম্মার?

শেখ হাসিনার নির্দেশেই হাদিকে হত্যাচেষ্টা: দুলু

সার সংকটে রাজশাহীর ১৬ হাজার চাষি বিপাকে

দাঁড়িপাল্লার বিলবোর্ড-ফেস্টুন নামালেন জামায়াতের নায়েবে আমির

চাঁপাই সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশির লাশ ফেরত দিলো ভারত

জয় পেতে মরিয়া জামায়াত পুনরুদ্ধারে বিএনপির লড়াই

পাবনায় মদ পানের পর দুই তরুণের মৃত্যু

নওগাঁয় পোস্টার খুলে ফেললেন জামায়াত প্রার্থী

সেই সাজিদের জানাজায় মানুষের ঢল, অশ্রুসিক্ত নয়নে দাফন

ধামইরহাটে জামায়াতের নির্বাচনি মিছিল মার্চ ফর দাঁড়িপাল্লা