বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার প্রেসক্লাব কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-৩ (আদমদীঘি- দুপচাঁচিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল মান্নান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সান্তাহার প্রেসক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাগর খানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন, সান্তাহার প্রেসক্লাবের সহ-সভাপতি এএফএম মমতাজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রাকিব, জেলা সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, জেলা যুবদলের সদস্য শাহজালাল মাহমুদ চপল, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আলম স্বপন, মাহমুদুল আলম, পৌর যুবদলের (দায়িত্বপ্রাপ্ত) দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন গল্টু, পৌর তাঁতী দলের সভাপতি জোবায়ের হোসেন জবা, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, মৎস্যজীবী দলের লোকমান হাকিমসহ অসংখ্য নেতাকর্মীরা।
এ বিষয়ে আব্দুল মান্নান বলেন, তার নির্বাচনি প্রচারণা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপ রেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই মতবিনিময় সভা করা হয়।