হোম > সারা দেশ > রাজশাহী

রাবি ‘সি’ ইউনিটে ৯০ শতাংশ উপস্থিতি, অসদুপায়ে ধরা ৪ পরীক্ষার্থী

রাবি প্রতিনিধি

ছবি: আমার দেশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় প্রায় ৯০ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। তবে শুধু রাবি কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৮৮. ৩০ শতাংশ। এবার আসন প্রতি লড়েছেন ৮২ জন পরীক্ষার্থী।

এদিকে ভর্তি পরীক্ষায় স্মার্টফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সি ইউনিটের কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম মর্তুজা তথ্যটি নিশ্চিত করেছেন।

আটক ৪ পরীক্ষার্থীর মধ্যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রে দিব্য জ্যোতি সাহা এবং মো. শামস আজমাইন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে লাবিব বিন মাহবুব। এ ছাড়া ঢাবি কেন্দ্রের আটক আরেক পরীক্ষার্থীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এর ভেতর দিব্য জ্যোতি সাহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩য় হয়েছেন বলে জানা গেছে।

উপস্থিতির বিষয়টি নিশ্চিত করে কো-অর্ডিনেটর অধ্যাপক গোলাম মর্তুজা বলেন, ‘বড় ধরনের কোনো ঘটনা ছাড়াই ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। একাধিক আঞ্চলিক কেন্দ্রে মোট প্রায় ৯০ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। এদিকে মোট ৪ জনের অসদুপায় অবলম্বনের অভিযোগে আটক হয়েছেন।’

চার পরীক্ষার্থীর আটকের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করার সময় সর্বমোট চারজন পরীক্ষার্থীকে জালিয়াতির প্রমাণসহ আটক করা হয়েছে। এর মধ্যে ঢাকা থেকে দুজনকে ডিভাইসসহ আটক করে তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণার দায়ে পুলিশে মামলা করা হবে এবং তদন্ত সাপেক্ষে শাস্তির ব্যবস্থা করা হবে।’

এদিকে, দ্বিতীয়বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল এই ৫টি আঞ্চলিক বিভাগীয় কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ৪ হাজার ১৭টি আসনের বিপরীতে তিন ইউনিট মিলিয়ে মোট ২ লক্ষ ৭২ হাজার ৬২৬ জন ভর্তিচ্ছু লড়বে। এর মধ্যে আজকের ‘সি’ ইউনিটে মোট ১ লক্ষ ২৬ হাজার ২২৫ জন আবেদন করেছেন। এই ইউনিটে আসন সংখ্যা ১ হাজার ৫৩৬ টি আসন রয়েছে। এই হিসাবে আসন প্রতি লড়ছেন ৮২ জন ভর্তিচ্ছু।

ধরা পড়ার ভয়ে চেকপোস্টে মোটরবাইক ফেলে পালাল মাদক কারবারি

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

চাটমোহরে মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের ইন্তেকাল

সিরাজগঞ্জে সরিষা ও মধুর ১২০০ কোটি টাকার বাজার

নির্বাচনি ব্যয়ে অসম প্রতিযোগিতায় জামায়াতের প্রার্থীরা

নওগাঁয় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ

ভাঙ্গুড়ায় আচরণবিধি লঙ্ঘন করায় ১০ হাজার টাকা জরিমানা

বিএনপির মূল প্রার্থীর বিরুদ্ধে বিকল্প প্রার্থীর আপিল, ব্যবস্থা নেবে দল

আচরণবিধি লঙ্ঘনে নওগাঁ-৩ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ

সেনাবাহিনীর বিশেষ অভিযান অস্ত্রসহ গ্রেপ্তার ২