ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া- (সদর) আসনে ভোটের মাঠে সরব হয়েছেন নিষ্ক্রিয় নেতাকর্মীরা। তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাচ্ছেন। গতকাল বুধবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে মিলাদ মাহফিলসহ শহরে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন নেতাকর্মীরা।
এ উপলক্ষ্যে ১১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে নিষ্ক্রিয় থাকা জেলা যুবদলের সাবেক সভাপতি, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সিপার আল বখতিয়ারসহ বেশ কয়েকজন নেতাকর্মী ধানের শীষের প্রচার মিছিল, গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছেন।
এতে নেতাকর্মীদের মধ্যে যেমন প্রাণচাঞ্চল্য ফিরেছে। তেমনি ভোটারাও আস্থাশীল হয়ে ফিরছে। কেন না বগুড়ায় চার থেকে পাঁচজন নির্বাচিত পৌরসভার কাউন্সিলরা কার্যত দলীয় বিধিনিষেধের আওতায় ছিলেন। বিধিনিষেধ স্থগিত না হলেও তারা প্রিয় নেতা তারেক রহমানের জন্য মাঠে নেমেছে।
এদিকে, বৃহস্পতিবার বাদ জোহর তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষ্যে শহরের বায়তুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেখানে শেরপুর-ধুনটের গোলাম মোহাম্মাদ সিরাজ, সারিয়াকান্দি-সোনাতলার কাজী রফিকুল ইসলাম, কাহালু-নন্দীগ্রাম মোশাররফ হোসেন, দুপচাচিয়া-আদমদীঘির মোহিত তালুকদার উপস্থিত ছিলেন। এসময় নিষ্ক্রিয় নেতারা সরব হয়ে অংশগ্রহণ করে। এ সময় অ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, খায়রুল বাশারসহ সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন বগুড়ায় বিএনপির রাজনীতিতে নিষ্ক্রিয় থাকার পর জেগে উঠেছেন বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বিএনপির সাবেক নেতা পরিমল চন্দ্র দাস, বগুড়া শহর যুবদলের সাবেক সফল সভাপতি, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এবং পৌরসভার ১৫ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলার মাসুদ রানা, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বগুড়া পৌরসভার-১ নম্বর ওয়ার্ড কাউন্সিলার শাহ মেহেদী হাসান হিমু, সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলুসহ বেশকিছু নেতাকর্মী।
এদিকে সদর আসনের পৌরসভার ১১ নং ওয়ার্ডের মালতীনগর-এ গণসংযোগ ও পথসভা করা হয়। বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি ও ১১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার সিপার আল বখতিয়ারের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা।
জানা গেছে, মূলত তারেক রহমানকে আসন্ন জাতীয় নির্বাচনে বগুড়ার সংসদীয় আসন ৬ এ প্রতিদ্বন্দ্বিতা করার কারণে তার টানেই দলের হয়ে কাজ করছেন তারা। অতীতের সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে এসব নেতারা এবার রাজনীতির মাঠে নেমেছেন। তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ধানের শীষের প্রচার মিছিল, গণসংযোগ ও লিফলেট বিতরণ ও পথসভা করে বেড়াচ্ছেন।
এর আগে গত মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে ভিপি সাইফুল ইসলাম বগুড়া পৌরসভার ছিলিমপুর, হরিগারি ও বেলাইল এলাকায় ধানের শীষে ভোট চেয়ে মিছিল, গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করেন। নির্বাচনি পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চান, বিএনপির সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক সোলাইমান, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম কবির, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, শহর যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা, তিমীর কান্তি রঞ্জন, আলাল, সোহান, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম নজুসহ বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীবৃন্দ।