হোম > সারা দেশ > রাজশাহী

বিয়ের আশীর্বাদের কয়েক ঘণ্টা পর তরুণের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, (রায়গঞ্জ) সিরাজগঞ্জ

বিয়ের আশীর্বাদ সম্পন্ন হওয়ার কয়েক ঘণ্টা পরেই রাজশাহীর একটি আবাসিক হোটেল থেকে সবুজ কুমার অধিকারী (২৬) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজশাহীর নিউ মার্কেট এলাকার ‘ওয়েহোম’ হোটেলের দ্বিতীয় তলার কক্ষে থেকে লাশটি উদ্ধার করা হয়।

সবুজ কুমার সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার আটঘরিয়া গ্রামের বিমল চন্দ্র অধিকারীর ছেলে।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, সবুজ শুক্রবার বিকালে হোটেলে ওঠেন। শনিবার কক্ষ ত্যাগের কথা ছিল। নির্ধারিত সময়ে বের না হওয়ায় হোটেল কর্মীরা ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকালে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান। এরপর পুলিশ, ফায়ার সার্ভিস ও ক্রাইমসিন ইউনিট কক্ষের দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

ওসি জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে কক্ষ থেকে সংগ্রহ করা আলামত ও ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ জানিয়েছে, সবুজ ব্যক্তিগত কাজে রাজশাহীতে ছিলেন। তার মোবাইল ফোন জব্দ করে কললিস্ট ও সোশ্যাল মিডিয়ার কার্যক্রম বিশ্লেষণ করে মৃত্যুর পেছনের কারণ জানার চেষ্টা করা হবে।

নিহতের বাবা বিমল চন্দ্র অধিকারী শোকে ভেঙে পড়েছেন। তিনি বলেন, দিনাজপুরের এক মেয়ের সঙ্গে ছেলের আশীর্বাদ সম্পন্ন হয়েছিল। ৮ ডিসেম্বর বিয়ের দিন ঠিক করা ছিল। ছেলের এমন অকাল মৃত্যু আমরা মানতে পারছি না। এখন আমরা প্রশাসনের সহযোগিতা চাইছি।

স্থানীয়রা জানিয়েছেন, সবুজ শান্ত, ভদ্র ও পরিশ্রমী যুবক ছিলেন। সবুজ পরিবারের একমাত্র আয়ের সূত্র হওয়ায় তার মৃত্যুতে পরিবার গভীর সংকটে পড়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় রায়গঞ্জের আটঘরিয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মুক্তিযুদ্ধের ভাস্কর্য ঢেকে দিয়ে জামায়াত প্রার্থীর বিলবোর্ড

দুই শতাধিক গ্রাহকের ৫ কোটি টাকা হাতিয়ে পলাতক এনজিও মালিক

আ.লীগ নাটোরে কোনো উন্নয়ন করেনি শুধু লুটপাট করেছে: দুলু

বগুড়ায় তারেক রহমানের পক্ষে প্রচার শুরু

জামায়াতের প্রার্থীর ব্যানার-ফেস্টুন ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ

নাটোরে পৃথক ঘটনায় নিহত ২

বিএনপি ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি শান্তিতে থাকবে নারীরা : দুলু

জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা

নির্বাচনে বিএনপির সাবেক মন্ত্রীর ছেলে-মেয়ে মুখোমুখি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জামায়াত প্রার্থীর এনসিপিকে সমর্থন