হোম > সারা দেশ > রাজশাহী

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানি পণ্য জব্দ

উপজেলা প্রতিনিধি, শ্রীবরদী (শেরপুর)

শেরপুরের শ্রীবরদী উপজেলার মাটিফাটা নামক সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে আনা ভারতীয় সান ম্যাক্স লাক্সারি থান কাপড় ও বেনারসি শাড়ি জব্দ করেছে বিজিবি।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) কর্ণঝোড়া বিওপির টহলরত বিজিবি সদস্যরা রাতভর অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

চোরাই পথে আনা ভারতীয় সান ম্যাক্স থান কাপড় ও বেনারসি শাড়ি এবং পণ্য বহনকারী ইজিবাইকসহ আটককৃত পণ্যের মোট বাজার মূল্য আনুমানিক ১৩ লাখ ৬২ হাজার ৮০০ টাকা। শনিবার দুপুরে বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা যায়, শেরপুরের কর্ণঝোড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব পন্থায় ভারতীয় পণ্য পাচারের চেষ্টা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি। পরে তাদের উপস্থিতি বুঝতে পেয়ে চোরাকারবারী দলের সদস্যরা এসব ভারতীয় পণ্য ও বহনকারী ইজিবাইক রেখে পালিয়ে যায়।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজিদ জানান, 'শেরপুরের আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে আসছেন বিজিবি সদস্যরা। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'

দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত করতে দাঁড়িপাল্লার বিকল্প নেই: আসিফ মাহমুদ

দেশের মানুষ জানে বগুড়ার মাটি, বিএনপির ঘাঁটি: তারেক রহমান

জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে চাই : মাওলানা আজাদ

বগুড়ায় মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে নিহত ২

নারী ভোটারের মন জয়ে দ্বারে দ্বারে ছুটছেন নেতারা

নওগাঁয় সবজিবাহী ভ্যানে বালুর ট্রাকের ধাক্কা, নিহত ৫

বিএনপি প্রার্থী আইনুল হক হাসপাতালে ভর্তি

গণতন্ত্র পুনরুদ্ধারে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: ব্যারিস্টার পুতুল

সড়ক দুর্ঘটনায় করিমনচালক নিহত

জাতির কল্যাণে কাজ করে আমরা দেশ সাজাব