হোম > সারা দেশ > রাজশাহী

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

রাজশাহী অফিস

রাজশাহী মহানগরীর বায়া বাজার এলাকায় সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের মালিকানাধীন একটি হিমাগারে তিন নারীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। তাদের মধ্যে একজন মেডিকেল শিক্ষার্থী, এক কিশোরী ও নারী রয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে ।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী সরকারের ছেলে আহসান উদ্দিন সরকার জিকোসহ কয়েকজন এই নির্যাতনের সঙ্গে জড়িত। ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে হিমাগারের কয়েকটি কক্ষে কয়েকজন কর্মচারীসহ আহসান উদ্দিন সরকার জিকোকে অবরুদ্ধ করেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে হামলার আশঙ্কায় অভিযুক্তদের বাইরে নেওয়া যায়নি।

পরে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ মোহাম্মদ আলী সরকারের ছেলে আহসান উদ্দিন সরকার জিকো, মেয়ে আঁখি ও হাবিবাকে আটক করে থানায় নিয়ে যায়।

নির্যাতনের শিকার ওই নারী জানান, মোহাম্মদ আলী সরকারের সঙ্গে তাদের পরিবারের দীর্ঘদিনের পরিচয় ও সম্পর্ক ছিল। কিন্তু তার ছেলে ও মেয়েরা বিষয়টি ভালোভাবে নিতেন না। গতকাল সকালে আমাকে ফোন করে হিমাগারে ডাকা হয়। সঙ্গে আমি আমার খালাতো ভাই ও ছোট বোনকে নিয়ে যাই। অফিসে ঢুকেই তারা আমাদের ধাক্কা দিতে দিতে ভেতরে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে নির্যাতন শুরু করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নির্যাতনের শিকার তিন নারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মেডিকেল শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে।

এয়ারপোর্ট থানার ওসি ফারুক হোসেন বলেন, নির্যাতনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ৬৪ লাখ টাকার চেক হস্তান্তর

প্রকাশ্যে ঘুষ কাণ্ডের জেলা প্রশাসনের দুই কর্মচারীকে শোকজ

রাজশাহী মহানগরের ১২ থানার ওসি বদল

সড়ক প্রশস্তকরণের নামে পাঁচ শতাধিক অর্জুন গাছ কর্তন

ভাঙ্গুড়ায় দলবদ্ধ ধর্ষণ মামলায় স্কুলছাত্রীর প্রেমিক গ্রেপ্তার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে মানুষের ঢল

সারের দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ

ব্যবসায়ীর কাছ থেকে তেল আত্মসাতের অভিযোগ ওসির বিরুদ্ধে

ঈশ্বরদীতে বিশ্বের পাঁচ দেশের ক্বারীদের তাকবিরে মুখরিত

অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন জামায়াতের এমপি প্রার্থী