পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় আনিসুর রহমান (৪২) ও আব্দুল বাতেন কাজল (৫৫) নামে নিষিদ্ধ আ. লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার চাচকিয়া ও দক্ষিণ সারুটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আনিসুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাতেন ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান আমার দেশকে বলেন, উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে পাবনা জেলহাজতে পাঠানো হয়।